এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে চোটে পড়েছেন বার্সেলোনা এবং জার্মানির নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। চোটে মৌসুমই শেষ হয়ে যেতে পারে তার। পরিবর্তে এক মৌসুমের জন্য বার্সার সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন পোল্যান্ড গোলরক্ষক ওজসিচ সেজেসনি। শিগগিরই তার মেডিকেল পরীক্ষা হবে।
৩৪ বর্ষী সেজেসনি অবসর ভেঙে বার্সাতে যোগ দিচ্ছেন। আগামী ৮ মাসের জন্য কাতালুনিয়ানদের সঙ্গে দেখা যাবে তাকে। সবশেষ জুভেন্টাসের হয়ে খেলার পর বুটজোড়া তুলে রেখেছিলেন পোলিশ গোলরক্ষক।
বার্সেলোনার নিয়মিত গোলরক্ষক মৌসুমের প্রথমে এভাবে চোটে পড়ায় ক্লাবটিতে আবারও ফেরার ইচ্ছা জানিয়েছিলেন ক্লদিও ব্রাভো। ৪১ বর্ষী চিলির সাবেক এবং বার্সেলোনার হয়ে আগে আলো ছড়ানো গোলরক্ষক বলেছিলেন, ক্লাব চাইলে তিনি অবসর ভেঙে ফিরতে প্রস্তুত আছেন।








