এলচেকে হারিয়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা এলচেকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। গোল পেয়েছেন লামিন ইয়ামাল, ফেরান তরেস ও মার্কাস র্যাশফোর্ড।
এ রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়ালের কাছে ২-১ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এস্তাদিও লুইস অলিম্পিক স্টেডিয়ামে সময় নষ্ট করেনি বার্সেলোনা। ৯ মিনিটের সময় প্রথম গোল করে লামিন ইয়ামাল।
১২ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তরেস। ৪২ মিনিটে রাফা মীরের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে এলচে। ৬১ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের গোলে এলচের আর ম্যাচে ফেরা হয়নি। পরে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
১১ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্টে টেবিলের দুইয়ে বার্সেলোনা। ৩০ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যা ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ভিয়ারিয়াল। ২২ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ।






