এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৪-২৫ মৌসুমে স্প্যানিশ লা-লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। এসপানিওলের ঘরের মাঠ আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে দুই রাউন্ড হাতে রেখে শিরোপা জিতল বার্সা। সবমিলিয়ে এটি তাদের ২৮তম লা-লিগা শিরোপা।
লা-লিগার শিরোপার জয়ের মাধ্যমে ঘরোয়া ট্রেবল সম্পন্ন করেছে বার্সেলোনা। এ মাসের প্রথম দিকে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রের শিরোপা জিতেছিল হ্যান্সি ফ্লিকের দল। জানুয়ারিতে ওই রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কোপা জিতেছিল পেদ্রি-গ্যাভিরা।
মৌসুমে চার এল ক্ল্যাসিকোর মুখোমুখি হয়ে চারটিতেই বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দুটি এল ক্যাসিকোতে সরাসরি শিরোপার ফয়সালা হয়েছিল। বার্সার মৌসুমের তিন শিরোপার তিনটিতেই পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদকে।
স্পেনে প্রথম মৌসুমে এসেই বাজিমাত করেছেন কোচ হ্যান্সি ফ্লিক। লা-লিগায় অভিষেকটা দুর্দান্ত হল সাবেক জার্মান কোচের। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়, মে’তে কোপা ডেল রে এবং সবশেষ লিগ শিরোপাও উঠল ৬০ বর্ষী ফ্লিকের হাতে।
জিতলেই শিরোপা নিশ্চিত হবে এমন সমীকরণে বার্সেলোনা শুরু থেকেই আক্রমণে যেতে থাকে। তবে প্রথমার্ধে বার্সেলোনা বেশকিছু সুযোগ পেলেও জালের দেখা পায়নি। বিপরীতে এসপানিওল দারুণ কিছু সুযোগ হাতছাড়া করে। প্রথমার্ধে গোলশুন্য বিরতিতে যায় দুদল।
বার্সেলোনার সুযোগ আসে ৫৩ মিনিটে, লামিন ইয়ামালের বাঁকানো শটে কাতালানদের ১-০ গোলে এগিয়ে দেন। ডি বক্সের বাইরে থেকে টপকর্নারে দুর্দান্তভাবে বল জালে জড়ান। ১৭ বর্ষী লামিনের এটি লিগে অষ্টম গোল।

৭৮ মিনিটে লামিন ইয়ামালকে ফাউল করেন ক্যাবরেরা। বুকে আঘাত করায় রেফারি ভিএআরে দেখে ৮০ মিনিটে ক্যাবরেরাকে লাল কার্ড দেন। ১০ জনের দলে পরিণত হয় এসপানিওল। ১০ জনের দল নিয়েও বার্সাকে বেশ কয়েকবার আক্রমণ করে এসপানিওল।
যোগ করা সময়ের ৫ মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন। লামিন ইয়ামালের অ্যাসিস্টে ৯৫ মিনিটে ফেরমিনের গোল করে বার্সার জয় নিশ্চিতের পাশাপাশি শিরোপাও নিশ্চিত হয় বার্সার।
বার্সেলোনা ৩৬তম রাউন্ডে এসপানিওলের বিপক্ষে জিতে টেবিলে যাবতীয় হিসাব শেষ করে দিয়েছে। ৩৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হয়েছে ৮৫, হাতে এখনও দুই ম্যাচ আছে। সমান ম্যাচ খেলা রিয়ালের পয়েন্ট ৭৮, বার্সার থেকে ৭ কম। এমবাপে-ভিনিসিয়াস জুনিয়ররা লিগের বাকি দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেলেও লাভ হবে না। এছাড়া গোল ব্যবধানের হিসেবে বার্সা এগিয়ে।

শিরোপার দৌড়ে টিকে থাকার ম্যাচে মায়োর্কার বিপক্ষে জয়ের বিপল্প ছিল না রিয়াল মাদ্রিদের কাছে। সেই ম্যাচে পিছিয়ে পড়েও শেষ মিনিটের গোলে লিগ শিরোপার দৌড়ে ভালোভাবে টিকে ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। মায়োর্কার বিপক্ষে দলটি জিতেছিল ২-১ গোলে। তবে বার্সেলোনার এ জয়ে লস ব্লাঙ্কোসদের এ মৌসুমে আর শিরোপা আশা রইল না।
বার্সার শেষ দুই ম্যাচ ভিয়ারিয়াল এবং অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে।








