বিশ্বখ্যাত ব্যান্ড দল রোলিং স্টোনসের জিহ্বা এবং ঠোঁটযুক্ত লোগো সম্বলিত জার্সি পরে এল ক্ল্যাসিকোয় নামবে বার্সেলোনা। লা লিগার ক্লাবটি বৃহস্পতিবার তথ্যটি জানিয়েছে।
মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘স্পটিফাই’ ২০২১-২২ মৌসুম থেকে বার্সেলোনাকে স্পন্সর করে আসছে। আগে স্প্যানিশ জায়ান্টরা কানাডিয়ান র্যাপার ড্রেক ও স্প্যানিশ গায়ক রোজালিয়াকে নিয়ে প্রচারণা চালিয়েছিল।
এবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে রক ব্যান্ড রোলিং স্টোনসকে ঘিরে স্পটিফাই ও বার্সা প্রচারণায় নামছে। ব্যান্ডের তিন সদস্য রনি উড, মিক জ্যাগার এবং কিথ রিচার্ডস জিহ্বা এবং ঠোঁটযুক্ত লোগো সম্বলিত জার্সি হাতে নিয়ে একসাথে ছবিও তুলেছেন।
বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে, ‘এফসি বার্সেলোনা এবং স্পটিফাই আবার এমন আয়োজন করছে। ২৮ অক্টোবর এল ক্ল্যাসিকোতে বার্সা যে জার্সিটি পরবে, তা আবারও একটি আইকন হয়ে উঠবে। সারাবিশ্বের মনোযোগ আকর্ষণ করবে। মাঠে খেলোয়াড়দের পাশাপাশি বিশ্বজুড়ে এই আইকনিক ম্যাচটি যেসব ভক্তরা দেখবে, আমরা তাদের সাথে উল্লাস করবো।’
বিশেষ জার্সিটি যারা কিনতে পারবেন না, তাদের জন্য রাখা হয়েছে ভিন্ন সুযোগ। ভক্তরা বার্সার ক্রেস্ট এবং রেট্রো জার্সিসহ একটি ভিনাইল সমন্বিত অ্যালবামের প্যাকেজ কিনতে পারবেন।
২৮ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে বার্সার মাঠে এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে রিয়াল।








