চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১৮ সেকেন্ডের বিড়ম্বনায় এই খেলোয়াড়কে কিনতে পারল না বার্সা

প্রযুক্তিগত ভুলের ফাঁদে পড়ে মাত্র ১৮ সেকেন্ড দেরি হওয়ায় এক খেলোয়াড়কে কিনতে পারেনি বার্সেলোনা। ঘটনাটি ঘটেছে জুলিয়ান ভিসেন্তে আরাউজোকে ঘিরে। স্প্যানিশ জায়ান্টদের ডিরেক্টর মাতেও অ্যালিমেনি গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন।

অ্যালিমেনি বিষয়টি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘কম্পিউটারে ভুলের কারণে আমরা ঠিক সময়ে পৌঁছাতে পারিনি। আমাদের ১৮ সেকেন্ড দেরি হয়েছিল। আমরা অপেক্ষা করব, দেখি ফিফা কি সিদ্ধান্ত নেয়।’

Bkash July

রক্ষণে শক্তি বাড়াতে আরাউজোকে ধারে দলে টানতে চেয়েছিল বার্সা। তাকে কিনে নেয়ার সুযোগ ভালোমতোই ছিল, চুক্তিতে পৌঁছানো ছিল সময়ের ব্যাপারমাত্র। কিন্তু যান্ত্রিক জটিলতায় সুযোগ আটকে গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া রাইটব্যাক বর্তমানে মেক্সিকো জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ এলএ গ্যালাক্সির হয়ে।

Labaid
BSH
Bellow Post-Green View