চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১৮ সেকেন্ডের বিড়ম্বনায় এই খেলোয়াড়কে কিনতে পারল না বার্সা

প্রযুক্তিগত ভুলের ফাঁদে পড়ে মাত্র ১৮ সেকেন্ড দেরি হওয়ায় এক খেলোয়াড়কে কিনতে পারেনি বার্সেলোনা। ঘটনাটি ঘটেছে জুলিয়ান ভিসেন্তে আরাউজোকে ঘিরে। স্প্যানিশ জায়ান্টদের ডিরেক্টর মাতেও অ্যালিমেনি গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন।

অ্যালিমেনি বিষয়টি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘কম্পিউটারে ভুলের কারণে আমরা ঠিক সময়ে পৌঁছাতে পারিনি। আমাদের ১৮ সেকেন্ড দেরি হয়েছিল। আমরা অপেক্ষা করব, দেখি ফিফা কি সিদ্ধান্ত নেয়।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রক্ষণে শক্তি বাড়াতে আরাউজোকে ধারে দলে টানতে চেয়েছিল বার্সা। তাকে কিনে নেয়ার সুযোগ ভালোমতোই ছিল, চুক্তিতে পৌঁছানো ছিল সময়ের ব্যাপারমাত্র। কিন্তু যান্ত্রিক জটিলতায় সুযোগ আটকে গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া রাইটব্যাক বর্তমানে মেক্সিকো জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ এলএ গ্যালাক্সির হয়ে।