লা লিগায় দুর্দান্ত এক ম্যাচ দেখেছে স্প্যানিশরা। টেবিল টপার বার্সেলোনা সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়ে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। এমন দারুণ জয়ে খুশি কোচ হ্যান্সি ফ্লিক। বলেছেন, এমন ম্যাচ আমাকে বেশ টানে যদি আমরা জিততে পারি।
শীর্ষে থাকতে জয়ের বিকল্প নেই বার্সেলোনার। নেমে ১২ মিনিটে কাতালুনিয়ানদের এগিয়ে দেন ফেররান তরেস। পরের সময়টা সেল্টার, ১৫, ৫২ ও ৬২ মিনিটে হ্যাটট্রিক করে বসেন দলটির স্ট্রাইকার বোর্জা ইগলেসিয়াস। ৬৪ মিনিটে দানি ওলমোর পর ৬৮ ও ৯৮ মিনিটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনহা।
জয়ের পর ফ্লিক হাসতে হাসতে বলেছেন, ‘জানি বড় দলের বিপক্ষে আমরা খেলছি এবং দুর্দান্ত এক ম্যাচে জয় পেয়েছি। সেল্টা ভালো দল, যারা লক্ষ্য সম্পর্কে জানে, কোচও ভালো করছে। এমন ম্যাচ আমাকে বেশ টানে যদি আমরা জয় পাই।’
দলের প্রত্যাবর্তন নিয়ে ফ্লিক বলেছেন, ‘৩-১ গোলে পিছিয়ে পড়ার পর যেভাবে আমরা ফিরে এসেছি, ভালো লেগেছে। দেখলাম দলের সবাই নিজেকে উজাড় করে দিয়েছে এবং আশা ছেড়ে দেয়নি- আমাদের মানসিকতা মূলত এমন, বিষয়টি অসাধারণ। আমি খুবই গর্বিত। মূল্যবান তিন পয়েন্ট, যা সহজে আসেনি। এটা অর্জনে আমরা সবকিছু করেছি। দুর্দান্ত একটি ব্যাপার।’
‘রাফিনহা মানে অনেককিছু, সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সে। প্রথমার্ধে তার খুব কষ্ট হচ্ছিল তখন তাকে উৎসাহিত করেছিলাম, ইতিবাচক চিন্তা করতে বলে মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছিলাম। শেষপর্যন্ত রাফিনহা সতীর্থদের অনুপ্রাণিত করে ম্যাচ শেষ করল।’
জয়ে বার্সার সাথে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দূরত্ব আরও বেড়ে গেল। ৩২ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৩, এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬, শীর্ষ থেকে ৭ পয়েন্ট দূরে। তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে প্রায়।








