চলতি মৌসুম শেষের আগেই লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। লিওনেল মেসির অনুপস্থিতিতে টানা তিন মৌসুম পর লিগ চ্যাম্পিয়ন হচ্ছে জাভি হার্নান্দেজের দল। কাতালান ক্লাবটির সঙ্গে আরও এক বছর চুক্তি থাকলেও জাভি তার বাকি জীবন কাটাতে চান বার্সায়। তবে নিজের যোগ্যতা প্রমাণ সাপেক্ষেই থাকতে চান ৪৩ বর্ষী কোচ।
জাভির সঙ্গে বার্সেলোনার আগামী মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে। যদিও তার সঙ্গে স্প্যানিশ জায়ান্টরা আরও এক বছরের চুক্তি বাড়াতে চায় বলে আলোচনা রয়েছে। তবে এসব নিয়ে এখনই ভাবছেন না জাভি।
‘এখনও অনেক কিছু আলোচনায় আছে। আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু বিষয়টি এখনই অগ্রাধিকার নয়। আমার চুক্তি এখনও এক বছর বাকি আছে। কখনোই বার্সার সমস্যার কারণ হতে চাই না এটা নিশ্চিত। বাকি জীবন বার্সাতেই থাকব। তবে এটি ফলাফল এবং পারফরম্যান্সের উপর নির্ভর করবে।’
২০২১ সালের নভেম্বরে বার্সার দায়িত্ব নেন জাভি। সেসময় কিংবদন্তি মেসি বার্সেলোনা ছাড়ার পর দলের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। ভেঙে পড়া একটি দলকে টেনে তুলে এই অবস্থানে এনেছেন এ স্প্যানিশ কোচ।
জাভির অধীনেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ শিরোপা নিজেদের করে নেয় বার্সা। ২০২১-২২ মৌসুমে লা লিগায় রানার্সআপও হয়েছিল তার দল। কোচের দায়িত্ব নেয়ার আগে লিগে চারের বাইরে থাকা ক্লাবকে শীর্ষস্থানে টেনে তোলেন।








