এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রীতি ম্যাচে সাউথ কোরিয়ার দল দেগু এফসির বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। দুই গোল করেছেন মিডফিল্ডার গ্যাভি। একটি করে গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি, টনি ফের্নান্দেজ এবং মার্কাস র্যাশফোর্ড।
সাউথ কোরিয়ার পেশাদার লিগের দল দেগুর বিপক্ষে স্পষ্টত নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার। তাদের গোলমুখে ২৯টি শটের বিপরীতে কোরিয়ার দলটি শট নিয়েছে মাত্র দুটি। বার্সা গোলে শট নিয়েছে মোট ১৬টি, অন্যদিকে স্বাগতিকরা কোন শট নিতে পারেনি। বলের নিয়ন্ত্রণের ৭৪ শতাংশ ছিল বার্সার কাছে।
এশিয়া সফরে স্প্যানিশ জায়ান্টদের এটিই শেষ ম্যাচ। আগের দুই ম্যাচেও জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষ ৩-১ গোলের জয় তুলেছিলেন লামিন ইয়ামাল-লেভান্ডোভস্কিরা। পরের ম্যাচে এফসি সিউলের বিপক্ষে ৭-৩ গোলের আরেকটি জয় পেয়েছিল ক্লাবটি।
বার্সা পরের ম্যাচ খেলবে কোমোর বিপক্ষে। আগামী ১১ আগস্ট হুয়ান গাম্পার ট্রফির ফাইনালে নামবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।








