লা লিগার শিরোপা নিশ্চিতের পর উদযাপন করার সময় বার্সেলোনার খেলোয়াড়দের মাঠে ধাওয়া দিয়েছে বড় হার দেখা এস্পানিওলের ক্ষুব্ধ সমর্থকগোষ্ঠী। আরসিডিই স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচ শেষে শারীরিক আঘাত থেকে বাঁচতে বার্সার খেলোয়াড়রা নিরাপত্তার জন্য সুড়ঙ্গ পথে দ্রুত মাঠ ছাড়ে।
প্রতিপক্ষের মাঠে ৪-২ ব্যবধানের জয়ে নিজেদের ইতিহাসের ২৭তম লা লিগা ট্রফি ঘরে তুলেছে জাভি হার্নান্দেজের দল। যদিও রেফারির শেষ বাঁশি বাজার পর উদযাপনটা ঠিকঠাক জাভিরা করতেই পারেননি।
বার্সার কোনো খেলোয়াড় বা স্টাফ কোনো আঘাত পেয়েছেন কিনা, তা জানা যায়নি। তবে পরিস্থিতি ছিল খুবই বিশৃঙ্খল ছিল। উগ্র এস্পানিওল সমর্থকদের ধাওয়া খেয়ে শিরোপা জেতা বার্সেলোনার সবার মাঠ ছাড়ার আতঙ্কিত দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমর্থকদের সুড়ঙ্গে প্রবেশ বন্ধ করে দেয়। উগ্র সমর্থকরা সেসময় বিভিন্ন বস্তু ছুঁড়তে শুরু করে, পরে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা চালিয়ে যায়।
সাংবাদিকদের এ প্রসঙ্গে জাভি বলেছেন, ‘এটা খুবই আবেগপূর্ণ মুহূর্ত ছিল। এত মাস পরিশ্রম করা পর এমন একটি মুহূর্ত উদযাপন না করা খুব কঠিন। আমরা শুধু এস্পানিওলের মাঠে ছিলাম বলেই উদযাপন করিনি।’
‘উদযাপন করাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি বুঝতে পারছি যে আমরা ঘরের মাঠে ছিলাম না। এজন্য আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করতে পারেন না। আমি জানি এটা নিয়ন্ত্রণ করা কঠিন। তবে বার্সেলোনার খেলোয়াড়দের বলেছিলাম, এখন আমাদের চলে যাওয়াই ভালো।’








