এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লা লিগায় দারুণ শুরুর পর গত সপ্তাহে ওসাসুনার বিপক্ষে মৌসুমের প্রথম হার দেখেছিল বার্সেলোনা। পরে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ং বয়েজকে বিধ্বস্ত করে লা লিগায় ফিরে ছন্দ ধরে রেখেছে কাতালান ক্লাবটি। রবার্ট লেভান্ডোভস্কির হ্যাটট্রিকে আলাভেসের মাঠে ৩-০ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল।
আলাভেসের মাঠে শুরুতেই লিড পায় বার্সেলোনা। সপ্তম মিনিটে রাফিনহার পাস থেকে গোল করেন পোলান্ড তারকা লেভা। ২২ মিনিটে কাতালানদের দ্বিতীয় গোল এনে দেন লেভান্ডোভস্কি। এবারও এসিস্ট ছিল রাফিনহার।
৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন পোলিশ ফরোয়ার্ড। এবার এরিক গার্সিয়ার পাস থেকে আলাভেসের জালে বল পাঠান। পরে ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
মৌসুমে এপর্যন্ত ৯ ম্যাচ খেলে ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচ খেলে কোনো হার না দেখলেও ৩ ড্র ও ৬ জয়ে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।








