টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আগের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১০১ তম। আর ইনডেক্স স্কোর পেয়েছে ৬৫.৯।
মঙ্গলবার ২৫ জুলাই জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) তাদের এক প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বাংলাদেশের অবস্থান ১০১ তম।
এবারের এসডিজি সূচকে বিশ্বের ১৬৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১তম। গত বছর অর্থাৎ ২০২২ সালের সূচকে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৪তম অবস্থানে।
এসডিজি সূচকে ১০০ এর মধ্যে বাংলাদেশের স্কোর ৬৫.৯। এক বছর আগে এই স্কোর ছিল ৬৪.২, তার আগের বছর ছিল ৬৩.৫।
এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আখতার হোসেন বলেন, এসডিএসএন ২০২৩ এর স্বাধীন মূল্যায়ন রিপোর্টে কোভিডের অভিঘাতের মধ্যেও বাংলাদেশ ক্রমান্বয়ে ভালো করছে বিধায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের কারণেই জনগণের রায় নিয়ে সরকারের ধারাবাহিকতা বজায় রেখে, আমাদের নিজস্ব উন্নয়ন এজেন্ডা-কে যথাযথভাবে এসডিজি’র সাথে সম্পৃক্ত করেছেন। আর সে অনুযায়ী প্রয়োজনীয় বাজেট প্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর সঠিক দিক-নির্দেশনা ও সকল অংশীজনের ঐকান্তিক প্রচেষ্টায় এমডিজি’র মতো এসডিজিতেও আমরা সাফল্য লাভ করতে চাই বলে উল্লেখ করেন তিনি।








