যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ আবির হোসেন নামের সাবেক এক শিক্ষার্থী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার টেক্সাসের বিউমন্টে একটি দোকানে তিনি নিহত হন।
তিনি বিদায়ী বছরের জানুয়ারিতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। আবির টেক্সাসের লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন।
জানা যায়, গত শুক্রবার টেক্সাসের বিউমন্টের ক্রিস ফুড মার্টে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবির। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে।
বিউমন্ট পুলিশ এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে। অপরজন এখনো পলাতক। আবির তার স্ত্রী ও ২ বছরের সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন।








