চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মোশাররফ হোসেন: কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৫৯) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১৫ মে) ইসবিলিয়া ও রিহাব এলাকার সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাগিনা ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার দিন সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Bkash

আবদুল কুদ্দুস যশোর জেলার রুপদিয়া উপজেলার কোতয়ালি সদর থানার কসুয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রায় দেড় যুগ আগে কুয়েতে প্রবাস জীবন শুরু করেন। কুয়েতে একটি সুপার মার্কেটে কাজ করতেন বলেও জানান তার ভাগিনা।

ফয়সাল জানান, নিহতের দু’ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার লাশ কুয়েত ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View