এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জিম্বাবুয়ের দেয়া ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটে নেমে দেখেশুনে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি, তবে কয়েক মিনিটের মধ্যেই ব্যাটে ফিরেছে টিম টাইগার্স। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৪১ রান তুলেছে লাল-সবুজের দল। পাওয়ার প্লের শেষ ওভারে আইন্সলে এনডোভুর বলে ১৯ বলে ১৮ রান ফিরে যান তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে বাংলাদেশ। লিটন দাস ১৯ রানে এবং তাকে সঙ্গ দিতে ব্যাট হাতে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ে তুলেছে ৭ উইকেটে ১৩৮ রান। আগের ম্যাচে ৪১ রানে ৬ উইকেট হারানোর পরও ১২৪ রান তুলেছিল তারা। সে পথ আরও একবার অনুসরণ করে দলটি। ব্যানেটের অপরাজিত ২৯ বলে ৪৪ রানের ইনিংসের সুবাদে মাঝারি সংগ্রহ পায় সিকান্দার রাজার দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে টেস্ট মেজাজে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে’র ৬ ওভার থেকে সংগ্রহ করে মাত্র ২২ রান। হারায় একটি উইকেট। রিশাদ হোসেন নিজের প্রথম ওভারে জোড়া শিকারের দেখা পান।
এরপর ধুঁকতে থাকা দলটি ৪২ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে জোনাথন ও ব্যানেটের ৭৩ রানের জুটিতে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ চলে যায় দেড়শর কাছে। রিশাদ ছাড়াও দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।







