পঞ্চাশের আগে ৪ উইকেট তুলে বড় ব্যবধানে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু সিকান্দার রাজা ও রেগিস চাকাভার প্রতিরোধে লড়াইয়ে ফিরেছে জিম্বাবুয়ে। দুজনই তুলে নিয়েছেন ফিফটি।
আগের ম্যাচে বীরোচিত সেঞ্চুরিতে জয়ের নায়ক রাজা ও চাকাভা দুজনই ৫৮ রানে অপরাজিত আছেন।
রাজাকে আউট করার সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। রান আউটের সহজ সুযোগ মিস করেন এ তরুণ। পরে মিরাজের বলেই একটি স্টাম্পিংয়ের সুযোগ হারান মুশফিকুর রহিম। যার মাশুল দিচ্ছে বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটি অবিচ্ছিন্ন আছে ১০৮ রানে।
এই প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান। শেষ ২০ ওভারে স্বাগতিকদের করতে হবে ১৩৪ রান।