সাফল্যের শুরুটা নাসুম আহমেদের হাত ধরে। নিজের প্রথম বলেই তুলে নেন উইকেট। পরে শেখ মেহেদী হাসানের জোড়া শিকারে স্বস্তি ফেরে বাংলাদেশের ড্রেসিংরুমে। জিম্বাবুয়েকে একদম চেপে ধরেছেন টাইগার স্পিনাররা।
অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত নিজের প্রথম ওভারে ১৫ রান খরচ করলেও পরে বোলিংয়ে এসে পান সাফল্য। মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম বলেই পান উইকেট।
সিরিজ নির্ধারণী ম্যাচে ১০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখার সময় ১০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ মাত্র ৫৬ রান।
খেলা হচ্ছে সিরিজের প্রথম ম্যাচের উইকেটে। যেখানে ২০৫ রান তুলে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।
সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার।








