চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগ্রেসদের সংগ্রহ ১০৬

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সুপার সিক্স মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে টাইগ্রেসদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১০৬ রান।

শনিবার পচেফস্ট্রুমে স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিশা বিশ্বাসের দল।

ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। চতুর্থ ওভারে ওপেনার মিস্টি শাহার উইকেট তুলে নেন জিম্মা বোথা। ২৬ রানে উইকেট হারিয়ে মন্থর গতিতে এগুতে থাকে আফিয়া প্রত্যাশা ও দিলারা আকতার। দশম ওভারের শেষ বলে কায়লা রেনেকের বলে দলীয় ৫১ রানে ফেরেন দিলারা।

দিলারার পর বেশি সময় মাঠে টিকে থাকতে পারেননি প্রত্যাশা। ১২তম ওভারের প্রথম বলে ৫৬ রানে কায়লার শিকার হন টাইগ্রেস ওপেনার। ৩৩ বলে ২১ রান করেন প্রত্যাশা।

তিন উইকেট হারিয়ে টাইগ্রেসরা চাপে থাকলেও ফেরার চেষ্টা করেন স্বর্ণা ও সুমাইয়া আক্তারের জুটি। ১৬তম ওভারে দলীয় ৮৭ রানে কায়লার বলে পরাস্ত হন স্বর্ণা। ১৮ বলে ২০ রান করেন স্বর্ণা। একই ওভারে রানের খাতা না খুলেই কায়লার চতুর্থ শিকার হন মারুফা আক্তার।

সুমাইয়া ও রাবেয়ার রানের জুটিতে ১০৬ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। ইনিংসের শেষ মিয়া স্মিথের শিকার হন সুমাইয়া। ২৮ বলে ২৪ রান করেন তিনি।

সাউথ আফ্রিকার হয়ে বল হাতে দুর্দান্ত কায়লা রেনেকে। ৪ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।