খুব দ্রুতই সব সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বৈশ্বিক কারণে দেশবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুব দ্রুতই সব সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংককে ট্রফি তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে মেধার বিকাশ ঘটে, দেশের প্রতি দায়িত্ববোধ বাড়ে। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে।