বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করবে টিম টাইগার্স।
প্রেইরি ভিউতে বাংলাদেশ সময় রাত ৯টায় গড়াবে লড়াই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে খেলবে নাজমুল হোসেন শান্ত’র দল। সাকিব-শরিফুল-মোস্তাফিজদের নিয়ে একাদশ লাল-সবুজের প্রতিনিধিদের।
জিম্বাবুয়ে সিরিজে চতুর্থ ম্যাচে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। চোট থেকে পুরোপুরি ফিট না হলেও যুক্তরাষ্ট্রে এসেছেন দলের সঙ্গে, বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করবেন। অনুমিতভাবেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই টাইগার পেসার।
জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত করা তানজিদ হাসান তামিমকে রাখা হয়নি একাদশে। ফিরেছেন লিটন দাস।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।








