আর্জেন্টিনার ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতে দারুণ এক উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন লিওনেল মেসি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও একইধরনের উদযাপনের ছবি পোস্ট করেছিলেন। ট্রফি নিয়ে ঘুমানোর মতো সেরকম ছবি পোস্ট করেছেন সাফজয়ী লাল-সবুজের দলের অনেকেই।
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর মেসির মতো করে উদযাপনে মেতেছেন বাংলাদেশের মেয়েরা। দলের অনেক সদস্যকে এরকম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। অনেকে ছবিতে নানারকম শিরোনাম লিখেছেন।
ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া লিখেছেন, ‘শুভরাত্রি বাংলাদেশ। আগামীকাল দেখা হবে বাংলাদেশ, ইনশাআল্লাহ।’
মিডফিল্ডার মারিয়া মান্দা যিনি সাফজয়ের শিরোপা দেশের মানুষকে উৎসর্গ করছেন, লিখেছেন, ‘শুভরাত্রি। কাল দেখা হচ্ছে বাংলাদেশে।’
শাহেদা আক্তার রিপা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। স্বপ্নের মত একটা রাত, যে রাতে ঘুমের সাথে চ্যাম্পিয়ন ট্রফিও ছিল। ইনশাআল্লাহ আজ দেশে আসবো।’
ম্যাচের প্রথম গোলস্কোরার মনিকা চাকমা লিখেছেন, ‘সুখের ঘুম। শুভরাত্রি। আগামীকাল বাংলাদেশে দেখা হচ্ছে।’







