দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফের্নান্দোর দুরন্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে ৭ এর উপর গড়ে রান তুলেছিলেন তারা। উড়তে থাকা লঙ্কান ব্যাটারদের লাগাম টেনে ধরেছেন তানজিম হাসান সাকিব। পরপর তিন ওভারে ফিরিয়েছেন তিন টপঅর্ডার ব্যাটারকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটে নেমেছে অতিথি লঙ্কান দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৮ রান। কুশল মেন্ডিস ১৯ বলে ৯ রানে ও চারিথ আশালাঙ্কা ৫ বলে ৪ রানে ক্রিজে আছেন।
নিশাঙ্কা ও ফের্নান্দোতে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন তারা। ১০ম ওভারের পঞ্চম বলে জুটি ভাঙেন তানজিম সাকিব। ফের্নান্দোকে ফেরান মুশফিকের ক্যাচ বানিয়ে। ৩৩ বলে ৩৩ রান করেন এই ব্যাটার।
১২তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকেও ফেরান তানজিম। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ২৮ বলে ৩৬ রান করে। ১৪তম ওভারের প্রথম বলে তৃতীয় সাফল্যও এনে দেন এই পেসার। ৫ বলে তিন রান করা সাদিরা সামারাবিক্রমাকে ফেরান।








