এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে তৃতীয়টিতে জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জয় পায় ৩৯ রানে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা।
কলম্বোয় টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের খেলা নেমে আসে ২৮ ওভারে। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের করা ১৪৪ রানের সুবাদে লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় ১৯৮ রান। স্বাগতিকরা ব্যাটে নামলে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।
আলোকস্বল্পতার কারণে আবারও খেলা বন্ধ হওয়ায় লক্ষ্য কমিয়ে শ্রীলঙ্কাকে করতে হতো ১৬০ রান। তবে আর বল মাঠে না গড়ালে বাংলাদেশ জয় পায় ৩৯ রানে। বাংলাদেশের সর্বোচ্চ ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৩৮ রানের ইনিংস খেলেন ওপেনার জাওয়াদ আবরার।
শ্রীলঙ্কার সর্বোচ্চ ৩২ রানের ইনিংস আসে কাভিজা গামাগের থেকে। বাংলাদেশের পেসার আল ফাহাদ ও তামিম নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন সামিউন বাশির, ইকবাল হোসেন ইমন ও ফারহান শাহরিয়ার। সিরিজের চতুর্থ ম্যাচ হবে ৩মে, কলম্বোর একই মাঠে।







