এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাঁ-হাতের কনুইয়ে চোটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি সাউথ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে খেলার আশা করলেও হচ্ছে না। পুরোপুরি সেরে না ওঠায় চট্টগ্রাম টেস্ট থেকেও বাদ পড়েছেন প্রোটিয়াদের ৩৪ বর্ষী তারকা।
বাভুমার অনুপস্থিতিতে চট্টগ্রাম টেস্টেও প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরতে পারেন বাভুমা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার সময় চোট পান বাভুমা। রান নেয়ার সময় পড়ে যান। ৩৫ রানে রিটায়ার্ড হার্ট হন সেদিন। পরে ফিল্ডিংয়ে দেখা যায়নি। ২০২২ সালে ভারত সফরে একই কনুইয়ে চোট পান তিনি, যা সেবছর ইংল্যান্ড সফর থেকে ছিটকে দিয়েছিল তাকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে জিতে ১-০তে এগিয়ে আছে সাউথ আফ্রিকা।
সাউথ আফ্রিকা দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিডেট, লুনগি এনগিডি, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্তাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইন্নে।








