চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল সবশেষ ম্যাচ খেলেছিল এশিয়ান গেমসে। সেখানে অবশ্য উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেনি। কেবল এক পয়েন্ট নিয়েই ফিরেছে দেশে। এবার দুটি প্রীতি ম্যাচ খেলতে চলেছে সাবিনা-কৃষ্ণারা। ডিসেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতিতে লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে।

আগামী ১ ও ৪ ডিসেম্বর ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। যদিও কোন মাঠে খেলা হবে তা অবশ্য এখনও নির্ধারণ করা হয়নি।

বৃহস্পতিবার বাফুফের কমিটি ফর ওমেন্স ফুটবল এর সভাশেষে এ সিদ্ধান্তের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এর আগে এশিয়ান গেমসের গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে বাঘিনীরা। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হেরেছে ৮-০ গোলে। দ্বিতীয়টিতে ভিয়েতনামের বিপক্ষে হেরেছে ৬-১ ব্যবধানে। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সাবিনা খাতুনের দল।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View