বাংলাদেশ নারী ফুটবল দল সবশেষ ম্যাচ খেলেছিল এশিয়ান গেমসে। সেখানে অবশ্য উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেনি। কেবল এক পয়েন্ট নিয়েই ফিরেছে দেশে। এবার দুটি প্রীতি ম্যাচ খেলতে চলেছে সাবিনা-কৃষ্ণারা। ডিসেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতিতে লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে।
আগামী ১ ও ৪ ডিসেম্বর ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। যদিও কোন মাঠে খেলা হবে তা অবশ্য এখনও নির্ধারণ করা হয়নি।
বৃহস্পতিবার বাফুফের কমিটি ফর ওমেন্স ফুটবল এর সভাশেষে এ সিদ্ধান্তের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এর আগে এশিয়ান গেমসের গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে বাঘিনীরা। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হেরেছে ৮-০ গোলে। দ্বিতীয়টিতে ভিয়েতনামের বিপক্ষে হেরেছে ৬-১ ব্যবধানে। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সাবিনা খাতুনের দল।
বিজ্ঞাপন