আফগানিস্তানকে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দারুণ পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতির খবরও মিলেছে সাকিব-লিটনদের। পাঁচ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ের ১৬তে এসেছেন সাকিব। ১৩ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন। পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
বুধবার টি-টুয়েন্টির হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সিরিজ জয়ের পর পরিবর্তন এসেছে টাইগারদের অবস্থানে। ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়েছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে অবস্থান করছেন ১৬ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিবই সবার উপরে।
একধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২২ নম্বরে। ১৩ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ। ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৩২ নম্বরে। ৭১৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলিংয়ের শীর্ষে বহাল রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে লিটন কুমার দাস। এগিয়েছেন দুই ধাপ। ৫৮৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে ১৮ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিংয়ের সাথে।
আফিফ হোসেন এগিয়েছেন চার ধাপ। ৪৭৫ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৫৭ নম্বরে। সাকিবও এগিয়েছেন তিন ধাপ। ৪৬৯ পয়েন্ট নিয়ে সাকিবের বর্তমান অবস্থান ৬০ নম্বরে। পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৬ ধাপ পিছিয়ে ৪৬৯ পয়েন্ট নিয়ে নেমেছেন ২৯ নম্বরে। ৯০৬ পয়েন্ট নিয়ে ব্যাটারদের শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব।







