আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটর আবু নাছের শেখ ও সরফরাজ আহমেদ সরফু। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মুরাদ হোসেন, ফারুক হোসেন ও শফিকুল ইসলাম রিবলু। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আনাম তানিম, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ, জিয়া সাইবার ফোর্সের সাবেক চেয়ারম্যান জুল আফরোজ জিয়া এবং কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন বাসেতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ছাত্রনেতা আবির, জিয়া, আখতার, তুহিন, আজিমউদ্দিনসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
এ সময় বক্তারা মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।







