মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছে টিম টাইগ্রেস, ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে।
নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় পাপুয়া নিউগিনি। বাংলাদেশ সাবলীলভাবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করেছে, জিততে নিউগিনিকে লক্ষ্য দিয়েছে ১৬৯ রানের।
বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার। পাপুয়া নিউগিনির বিপক্ষে তিনি চারটি ছক্কা হাঁকিয়েছেন। আগে রেকর্ডটি দখলে ছিল লাল-সবুজদের আয়েশা রহমানের দখলে। তিনি এক ইনিংসে ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছেন স্বর্ণা আক্তার। তার ১৪ বলের ঝড়ো ইনিংসে ৪টি ছক্কার সাথে একটি বাউন্ডারির মার ছিল, স্ট্রাইকরেট ২৬৪এর বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেছেন দিলারা আক্তার।
৩৪ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। ২৮ রান করেছেন শারমিন আক্তার। পাপুয়া নিউগিনির মাইরি টম, হেনাও থমাস এবং দিকা লোহিয়া একটি করে উইকেট নিয়েছেন।







