বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জটিলতায় পুরোটা সময় পাশে ছিল পাকিস্তান। বিভিন্ন সময়ে দলটির বিশ্বকাপ বয়কট খবর, অনুশীলন বর্জন এবং পরে দল ঘোষণার মত নানা নাটকীয়তা করেছে পাকিস্তান। সবশেষ বিশ্বকাপে খেলা নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনায় বসেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন এ বোর্ড কর্তা।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনায় বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটারে) প্রধানমন্ত্রীর সাথে আলোচনার একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে নিজেদের সিদ্ধান্ত শুক্রবার বা সোমবার জানাবে বলে জানিয়েছেন তিনি।
এক্সের ওই পোস্টে নাকভি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মো. শাহবাজ শরীফের সাথে ভালো একটি বৈঠক হয়েছে আমার। আইসিসির বিষয়টি তাকে সংক্ষেপে বলেছি এবং তিনি বলেছেন সবকিছু আলোচনার টেবিলে রেখে সমাধান করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবার অথবা পরের সপ্তাহের সোমবার।’
এর আগে পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থান জানিয়েছিল সামা টিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী তিনটি বিকল্পের কথা ভাবছে পিসিবি। বিকল্পগুলো হল- প্রথমত, টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তানের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারেন। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সংহতির বার্তা পৌঁছানো হবে।
দ্বিতীয় বিকল্প, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করতে পারে। সূত্র মতে, প্রতিবাদ হিসেবেই এমন সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। তৃতীয় বিকল্প-পাকিস্তান দল বিশ্বকাপে পাওয়া প্রতিটি জয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করতে পারে।
নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে অনুরোধ আমলে না নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। আইসিসি সিদ্ধান্ত জানানোর পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি।








