রোববার গড়াল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টুয়েন্টি। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে তিন ম্যাচের সিরিজে প্রথম লড়াইয়ের সবকিছু। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
২১.২৫
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ (ফিল্ডিং)
বাংলাদেশ: ১১২/৩, ওভার-১৫.৩
পারভেজ হোসেন ইমন- ৫৬*, তাওহীদ হৃদয়- ৩৬, জাকের আলী অনিক- ১৫
সালমান মির্জা- ২/২৩, আব্বাস আফ্রিদী- ১/১৬
পাকিস্তান: ১১০/১০, ওভার- ১৯.৩
ফখর জামান- ৪৪, আব্বাস আফ্রীদি- ২২, খুশদিল শাহ- ১৭
তাসকিন আহমেদ ৩/২২, মোস্তাফিজুর রহমান- ২/২০, তানজিম সাকিব- ১/২০
২১.১৫
ছক্কা হাঁকিয়ে ইমনের ফিফটি
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। তার ফিফটি এসেছে ফাহিম আশরাফকে ছক্কা হাঁকিয়ে। সেই সাথে দলীয় শতকেরও দেখা পেয়েছে বাংলাদেশ।
২১.০৫
আফ্রিদী ফেরালেন হৃদয়কে
১৩তম ওভারে এসে সাজঘরে ফিরেছেন তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটার ফিরেছেন আব্বাস আফ্রিদীর বলে, করেছেন ৩৬ রান।
২০.৪০
মিরপুরে মির্জা ফখরুল
বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ দেখতে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০.৩০
পাওয়ার প্লেতে ৩৮ রান
পাওয়ার প্লেতে ব্যাট করতে গিয়ে ধুঁকেছিল পাকিস্তান। সেখানে স্বল্প পূঁজির লক্ষ্যে ৩৮ রান তুলেছে বাংলাদেশ।
২০.১০
লিটনও ফিরলেন
তৃতীয় ওভারে সাজঘরে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাকে ফিরিয়েছেন ওই সালমান মির্জা, করেছেন মাত্র ১ রান।
২০.০৩
প্রথম ওভারে তানজিদের বিদায়
প্রথম ওভারে সাজঘরে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। সালমান মির্জার বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
১৯.৫৫
৫০ রানের আগেই তুলে নেয় ৫ উইকেট। শেষ অবধি সফরকারীদল বাংলাদেশকে ১১১ রানের লক্ষ্য দিতে পেরেছে।
১৯.৪৯
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ (ফিল্ডিং)
পাকিস্তান: ১১০/১০, ওভার- ১৯.৩
ফখর জামান- ৪৪, আব্বাস আফ্রীদি- ২২, খুশদিল শাহ- ১৭
তাসকিন আহমেদ ৩/২২, মোস্তাফিজুর রহমান- ২/৬, তানজিম সাকিব- ১/২০
১৯.৪৫
পরপর তিন উইকেট
শেষ ওভারে এসে পরপর তিন উইকেট পড়েছে পাকিস্তানের। তাসকিনের ওভারে উড়িয়ে মারতে গিয়ে পরপর তিন বলে তিন উইকেট পড়ে অলআউট হয়েছে পাকিস্তান।
১৯.৪২
মোস্তাফিজের রেকর্ড
বাংলাদেশি বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১ ইনিংসে সবচেয়ে কম ইকোনোমি রেটে বল করার রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৬ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। তার আগে মোস্তাফিজ, তানজিম সাকিব ও রিশাদ হোসেন ৪ ওভারে ৭ রান করে খরচ করেন।
১৯.৪০
তাসকিনের দ্বিতীয় শিকার
শেষ ওভারে এসে ফাহিম আশরাফকে আউট করেছেন তাসকিন আহমেদ। এটা তার ম্যাচে দ্বিতীয় উইকেট।
১৯.৩০
পাকিস্তানের দলীয় শতক
১৬তম ওভারে এসে দলীয় শতক পার করেছে পাকিস্তান। আব্বাস আফ্রীদির পরপর দুই ছক্কায় এসে শতরান পার করে সফরকারীরা। পরের ওভারে মোস্তাফিজুর রহমানের বলে রিশাদ হোসেনের তালুবন্দি হন খুশদিল শাহ। করেন ১৮ রান।
১৮.৫০
তবুও কিছু নকল টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারে। আর তা কিনে ভোগান্তিতে পড়তে হচ্ছে দর্শকদের।
১৯.০৫
অবশেষে ফিরলেন ফখর
পাকিস্তানের ওপেনার ফখর জামানকে অবশেষে ফেরাতে পেরেছে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়ার পর এ বাঁহাতি কাটা পড়েছেন রান আউটে। ৩৪ বলে ৪৪ রান করেছেন তিনি।
১৮.৪৫
রিভিউ নষ্ট হল বাংলাদেশের
ফখর জামানকে আউট করতে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। তবে বল স্টাম্পের উপর দিয়ে চলে যাওয়ায় প্রথম রিভিউ নষ্ট হয়েছে লিটনের।
১৮.৪০
রান আউটে সাজঘরে নাওয়াজ
শেখ মেহেদীর বলে রান নিতে গিয়ে রান আউট হয়েছেন মোহাম্মদ নাওয়াজ।
১৮.৩০
শূন্য রানে ফিরলেন হাসান
পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজুর রহমান শূন্য রানে ফিরিয়েছেন হাসান নাওয়াজকে।
১৮.২৫
দিশেহারা সালমানকে ফেরালেন সাকিব
পাওয়ার প্লের পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিবের বলে আউট হয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। টানা চার বল ব্যাটে লাগাতে না পেরে পঞ্চম বলে স্কুপ শট খেলতে গিয়ে লিটনের হাতে ধরা পড়েন।
১৮.১৭
হারিসকে ফেরালেন মেহেদী
শেখ মেহেদীর প্রথম ওভারে ফখর জামানের ক্যাচ হাতছাড়া হলেও দ্বিতীয় ওভারে উইকেট তুলে নিয়েছেন এ স্পিনার। এবার আউট করেছেন মোহাম্মদ হারিসকে। মিডল লেগে তুলে মারতে গিতে ধরা পড়েছেন শামীম পাটোয়ারির হাতে।
১৮.০৯
তাসকিন ফেরালেন সাইমকে
দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে লেগ মিডেলে আউট হয়েছেন সাইম আইয়ুব।
১৮.০১
ফখরের ক্যাচ হাতছাড়া
প্রথম ওভারে শেখ মেহেদী হাসানের বলে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলা ফখর জামানের ক্যাচ হাতছাড়া করেছেন তাসকিন আহমেদ।
১৭.৪৫
টসে জিতলে যা করতেন সালমান
নয় ম্যাচ পর টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তারা পাকিস্তানকে আগে ব্যাটে পাঠিয়েছে। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার চিন্তাও একই, তিনিও টসে জিতলে আগে বল করতেন।
১৭.৩৫
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।
১৭.৩০
টস জয়
৯ ম্যাচ পর টসে জিতলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের।
১৬.৫২
সাড়ে তিন বছর পর আবারও মিরপুরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান।
১৬.৫০
সিরিজজুড়ে অবশ্য বাকা চাহনি প্রতিকূল আবহাওয়ার। বৃষ্টি বাগড়া দিতে পারে ম্যাচে।









