মিরপুর থেকে: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের টিকিট অনলাইনে বিক্রির কথা আগেই জানিয়েছিল বিসিবি। অনলাইন থেকেই টিকিট কিনে মাঠে খেলা দেখতে আসছেন দর্শকরা। তাতে কালোবাজারে টিকিট বিক্রির বিষয়টা তুলনামূলকভাবেই কমেছে। তবুও কিছু নকল টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারে। আর তা কিনে ভোগান্তিতে পড়তে হচ্ছে দর্শকদের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় গড়িয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। বিকেল চারটার পর থেকেই দর্শক মাঠে প্রবেশ করতে পেরেছেন। অনলাইনে নেয়া টিকিট স্ক্যান করে গ্যালারিতে ঢুকতে হচ্ছে টাইগার সমর্থকদের।
শের-ই-বাংলার প্রবেশমুখগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে বেশিরভাগ দর্শকই নিজেরা অনলাইনে টিকিট কেটে খেলা দেখতে এসেছেন। তবে বিপত্তি ঘটেছে কালোবাজার থেকে টিকিট কেনা কিছু সমর্থকদের বেলায়।
টিকিট স্ক্যান করে প্রবেশ করতে হওয়ায় নকল টিকিট নিয়ে গ্যালারিতে যাওয়ার কোনো সুযোগ থাকছে না। তাছাড়া এক টিকিটে কেবল একজনই প্রবেশ করতে পারছেন। তাতেই ভোগান্তিতে পড়তে হয়েছে কালোবাজার থেকে টিকিট কেনা সমর্থকদের।
স্টেডিয়ামের ১ নম্বর গেটে দায়িত্বে থাকা একজনের সাথে কথা বলে জানা গেছে, একই টিকিট দিয়ে একাধিকবার প্রবেশের চেষ্টা হয়েছে। যে ব্যক্তি সবার আগে এসেছেন কেবল তিনিই প্রবেশ করতে পেরেছেন। সেক্ষেত্রে পরে আসা সমর্থকদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা।
সিনথিয়া ইসলাম নামক একজন ভুক্তভোগীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের কাছ থেকে শহীদ জুয়েল স্টান্ডের (ক্লাব হাউজ, উত্তর) ৮০০ টাকার টিকিট ১০০০ টাকায় কিনেছিলেন। তবে গেটে এসে টিকিট স্ক্যান করে দেখেন এই টিকিট দিয়ে আগেই প্রবেশ করেছেন অন্য একজন দর্শক। ফলে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাকে।
আশরাফুজ্জামান নামক আরেকজন দর্শককে গেট থেকে ফিরিয়ে দেন একজন নিরাপত্তারক্ষী। ঘটনার কারণ খুঁজতে গিয়ে দেখা গেল একই টিকিট নিয়ে তারা দুজন এসেছেন খেলা দেখতে। একজন আগেই প্রবেশ করায় তাকে আর প্রবেশ করতে দেয়া হয়নি।
এদিকে চলমান সিরিজে খাবার ও পানি নিয়ে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে বিসিবি। বোর্ডের এমন উদ্যোগকে স্বাগতা জানাচ্ছেন দর্শকরা। এক্ষেত্রে কেবল চিপস ও পাউরুটি নিয়ে মাঠে প্রবেশ করা যাচ্ছে। পানীয়র বেলায় সর্বনিম্ন ১ লিটারের বোতল থাকাটা বাধ্যতামূলক। এরচেয়ে কম হলে তা গেটের সামনেই পান করে অথবা ফেলে প্রবেশ করতে হচ্ছে। ১ লিটারের বেশি হলেও বোতলের মুখ খুলে ফেলে আসতে হচ্ছে।
বিষয়টি জানতে চাইলে গেটে থাকা একজন নিরাপত্তারক্ষী জানান, নিরাপত্তাজনিত কারণেই ছোট বোতল ও বোতলের মুখ নিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।








