চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের নেতৃত্বে জাকের

পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের নেতৃত্বে জাকের

এশিয়া কাপের সুপার ফোরে ১৩৫ রানে পাকিস্তানকে আটকেছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় হার দেখেছে টিম টাইগার্স। ১১ রানে হেরে এশিয়া কাপ যাত্রা শেষ বাংলাদেশের। ইতিহাসের প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের খুঁটিনাটি দেখে নিন চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে…

০০.৩৬

প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান

ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে খেলা হল না বাংলাদেশের

০০.৩৪

বাংলাদেশকে ১১ রানে হারাল পাকিস্তান
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ফিল্ডিং)

পাকিস্তান-১৩৫/৮
হারিস-৩১ (২৩), নাওয়াজ-২৫ (২৫). শাহিন-১৯ (১৩), সালমান-১৯ (২৩), ফাহিম-১৪* (৯)
তাসকিন-৩/২৮. রিশাদ-২/১৮, শেখ মেহেদী-২/২৮, মোস্তাফিজ-১/৩৩

বাংলাদেশ-১২৪/৯ (২০)
শামীম-৩০ (২৫), সাইফ-১৮ (১৫), রিশাদ-১৬* (১১) সোহান-১৬ (২১)
শাহিন-৩/১৭, হারিস-৩/ ৩৩ সাইম-২/১৬

০০.১৯

তাসকিন বোল্ড
১৭.৪ ওভারে বোল্ড হয়ে গেলেন তাসকিন। ১০১ রানে ৯ উইকেট নেই বাংলাদেশের।

০০.১৭

হারিসের শিকার হলেন তানজিম
১৭.২ ওভারে হারিসের বলে বোল্ড হয়ে যান তানজিম সাকিব। ৯৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ।

০০.০৮

শামীমকে ফেরালেন শাহিন
শাহিন আফ্রিদির বলে রিভার্সসুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে হুসাইন তালাতের হাতে ধরা পড়লেন শামীম। ২ ছক্কায় ২৫ বলে ৩০ রান করেন। ৯৭ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ।

২৩.৫৪

সাইমের দ্বিতীয় শিকার জাকের
৭৩ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। সাইমের বলে উড়িয়ে মেরে মোহাম্মদ নাওয়াজের হাতে ধরা পড়লেন জাকের। ৯ বলে ৫ রান করেন।

২৩.৪৬

সাইম ফেরালেন সোহানকে
৬৩ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। নুরুল হাসান সোহানকে ফেরান সাইম আইয়ুব। ২১ বলে ১৬ রান করেন।

২৩.২৬

বাংলাদেশের ৫০
৯.২ ওভারে দলীয় ৫০ রানে পৌঁছেছে বাংলাদেশ। তার আগে অবশ্য হারিয়েছে ৪ উইকেট। সোহান ১৩ রানে এবং শামীম ৩ রানে ব্যাট করছেন।

২৩.২৬

মেহেদীকে ফেরালেন নাওয়াজ, ৪৪ রানে ৪ উইকেট নাই বাংলাদেশের
অষ্টম ওভারের শেষ বলে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। মোহাম্মদ নাওয়াজের বলে ডিপ কভার পয়েন্টে হুসাইন তালাতের হাতে ক্যাচ দেন মেহেদী। ১০ বলে ১১ রান করেন।

২৩.১৯

পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ-৩৬/৩
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৯ রানে হারিয়েছে ৩ উইকেট। ৬ ওভার শেষে ৩ উইকেটে ৩৬ রান টাইগারদের।
শেখ মেহেদী ৬ এবং সোহান ৭ রানে ক্রিজে আছেন।

২৩.১৪

সাইফকে ফেরালেন হারিস রউফ
ষষ্ঠ ওভারের প্রথম বলে ২৯ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইমের ক্যাচ হয়ে ফেরেন সাইফ। ১ চার ও ২ ছক্কায় ১৫ বলে ১৮ রান করেন।

২৩.০৮

হৃদয়কে ফেরালেন শাহিন
৪.২ ওভারে শাহিনের বল উপরে তুলে দেন হৃদয়। ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইম আইয়ুব বল তালুবন্দি করতে ভুল করেননি। ১০ বলে ৫ রান করে ফিরেছেন শাহিন।

২২.৫০

ইনিংসের পঞ্চম বলেই ফিরলেন ইমন
শাহিন আফ্রিদির বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে নাওয়াজের হাতে ধরা পড়েন ইমন। রানের খাতা খোলার আগেই ফেরেন।

২২.২৬

মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে লড়াইয়ের পূঁজি পেয়েছে সালমান আগার দল

পাকিস্তানকে ১৩৫ রানে আটকে ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

২২.২৫

বাংলাদেশকে ১৩৬ রানের লক্ষ্য দিল পাকিস্তান

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ফিল্ডিং)

পাকিস্তান-১৩৫/৮
হারিস-৩১ (২৩), নাওয়াজ-২৫ (২৫). শাহিন-১৯ (১৩), সালমান-১৯ (২৩), ফাহিম-১৪* (৯)
তাসকিন-৩/২৮. রিশাদ-২/১৮, শেখ মেহেদী-২/২৮, মোস্তাফিজ-১/৩৩

২২.১৫

নাওয়াজকে ফেরালেন তাসকিন
১২০ রানে অষ্টম উইকেট হারাল পাকিস্তান। ১৮.২ ওভারে তাসকিনের বল উড়িয়ে মারেন নাওয়াজ। এক্সট্রা কভারে দারুণ ক্যাচ ধরেন ইমন। ১ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৫ রান করেন নাওয়াজ।

২২.০৯

ফিরতি ক্যাচে হারিসকে ফেরালেন মেহেদী
১৭.৩ ওভারে বাংলাদেশকে সপ্তম সাফল্য এনে দিলেন শেখ মেহেদী। ফিরতি ক্যাচে পাকিস্তান ব্যাটারকে ফেরান মেহেদী। ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩১ রান করেন হারিস।

২২.০৫

একশ পেরিয়ে পাকিস্তান
১৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১০২ রান। নাওয়াজ ১১ রানে এবং হারিস ৩১ রানে ব্যাট করছেন।

২১.৫১

নাওয়াজের ক্যাচ ছাড়লেন ইমন
১৪তম ওভারের শেষ বলে তাসকিনের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে ডিপ কভারে উড়িয়ে মারেন মোহাম্মদ নাওয়াজ। তবে সহজ ক্যাচ হাতেই লাগাতেই পারেননি ইমন। পরে চার রান পায় পাকিস্তান।

২১.৪৮

শাহিনকে ফেরালেন তাসকিন
এবার আর ভুল হয়নি। তাসকিনের বল উপয়ে উঠিয়ে দেন শাহিন। উইকেটের পেছন থেকে দৌড়ে মিড উইকেটে গিয়ে বল গ্লাভসবন্দী করলেন জাকের। ৭১ রানে ষষ্ঠ উইকেট হারাল পাকিস্তান। ২ ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন। এর আগে দুবার শাহিনের ক্যাচ ছেড়েছিলেন সোহান ও মেহেদী।

২১.৪১

এক ওভারে তিনবার জীবন পেলেন শাহিন
রিশাদের করা ১২তম ওভারের প্রথম বলে এক্সট্রা কাভারে শাহিন আফ্রিদির সহজ ক্যাচ নিতে পারেননি নুরুল হাসান। পরের বলে পাকিস্তান ব্যাটার বেঁচেছেন আম্পায়ার্স কলের কারণে। আর পঞ্চম বলে আকাশে তুলেও মেহেদী হাসানের ব্যর্থতায় বেঁচে গেছেন আফ্রিদি। ৩ রানে তিনবার জীবন পান শাহিন।

২১.৩৫

৫০ পেরিয়ে পাকিস্তান
১১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৫১ রান। হারিস ১০ রানে এবং শাহিন ১ রানে ব্যাট করছেন।

২১.৩২

সালমানকে ফেরালেন মোস্তাফিজ
১১তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দিলেন মোস্তাফিজ। টাইগার পেসারের ব্যাক অব লেন্থের ডেলিভারি সালমান আগার ব্যাটে এজ হয়ে যায় জাকেরের গ্লাভসে। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। পরে ক্লিয়ার স্পাইক দেখা যায়। ৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। সালমান ফেরেন ২৩ বলে ১৯ রান করে।

২১.২৪

১০ ওভারে পাকিস্তানের ৪৬/৪
পাকিস্তান ব্যাটারদের চেপে ধরেছে বাংলাদেশ বোলাররা। ১০ ওভারে ৪৬ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছে টিম টাইগার্স।
সালমান আগা ১৮ রানে এবং মোহাম্মদ হারিস ৮ রানে ব্যাট করছেন।

২১.১৬

রিশাদের আরও একটি সাফল্য
নবম ওভারের প্রথম বলে বাংলাদেশকে চতুর্থ সাফল্য এনে দিলেন রিশাদ। ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে ফেরেন হুসাইন তালাত। ৩৩ রানে চতুর্থ উইকেট হারাল পাকিস্তান। ৭ বলে ৩ রান করেন তালাত।

২১.০৭

ফখর জামানকে ফেরালেন রিশাদ
৬.৩ ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিলেন রিশাদ হোসেন। টাইগার স্পিনারের বলে লংঅফে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন ফখর জামান। ২০ বলে ১৩ রান করেন পাকিস্তান ওপেনার। ২৭ রানে তৃতীয় উইকেট হারাল পাকিস্তান।

২১.০৫

পাওয়ার প্লেতে পাকিস্তান-২৭/২
দারুণ শুরু করেছে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে ২৭ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছেন তাসকিন-মেহেদীরা।

২০.৪৭

সাইমকে ফেরালেন মেহেদী
৫ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে সাইমকে রিশাদের ক্যাচ বানিয়ে ফেরালেন মেহেদী। চলতি এশিয়া কাপে সাইমের চতুর্থ ডাক এটি।

২০.৪২

তাসকিনের ১০০
টি-টুয়েন্টিতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১০০তম উইকেট শিকার করলেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলে সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে শততম উইকেটের মাইলফলকে পৌঁছালেন টাইগার পেসার। তার আগে এই কীর্তি গড়েছেন সাকিব ও মোস্তাফিজ। মোস্তাফিজের উইকেট সংখ্যা ১৫০, সাকিবের ১৪৯টি।

২০.৪০

প্রথম ওভারে সাফল্য এনে দিলেন তাসকিন
ইনিংসের তৃতীয় বলে এক্সট্রা কাভার দিয়ে তাসকিনকে চার মারেন সাহিবজাদা ফারহান। পরের ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদের ক্যাচ বানিয়ে তাকে ফেরান তাসকিন।

২০.১২

পরিবর্তন ছাড়াই নামছে পাকিস্তান
একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। শ্রীলঙ্কা ম্যাচের একাদশ নিয়েই নামছে তারা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

২০.১০

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
ভারত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ তামিম। ফিরেছেন শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

২০.০৫

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জাকের আলি অনিক।

২০.০৪

লিটন আজও নেই, জাকের অধিনায়ক
চোটের কারণে পাকিস্তান ম্যাচেও খেলা হচ্ছে না লিটন দাসের। তার পরিবর্তে টসে এসেছেন জাকের আলি।

১৯. ৫৫

সেঞ্চুরির সামনে তাসকিন
টি-টুয়েন্টিতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১০০তম উইকেট শিকারের সুযোগ তাসকিনের সামনে। পাকিস্তান ম্যাচের একাদশে সুযোগ পেলে একটি উইকেট নিলেই মাইলফলকে পৌঁছাবেন তাসকিন। তার আগে এই কীর্তি গড়েছেন সাকিব ও মোস্তাফিজ। মোস্তাফিজের উইকেট সংখ্যা ১৫০, সাকিবের ১৪৯টি।

১৯. ৪৯

বাংলাদেশ-পাকিস্তান: পরিসংখ্যান কী বলছে
টি-টুয়েন্টি পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে পাকিস্তান। দুদলের ২৫ দেখায় বাংলাদেশ জিতেছে ৫টিতে, আর পাকিস্তানের জয় ২০ ম্যাচে। সবশেষ ৫ ম্যাচে ৩ পরাজয়ের বিপরীতে ২ ম্যাচে জিতেছে লাল-সবুজের দল। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে দুদলের দেখা হয়েছিল একবার। সেবার অবশ্য পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল টিম টাইগার্স।

১৯. ৪০

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের লাইভ ব্লগে স্বাগতম
এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর ভারতের বিপক্ষে হার দেখেছে বাংলাদেশ। টাইগারদের ৪১ রানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। তাতে সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনালে। টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কা বাদ পড়েছে সেমির দৌড় থেকে। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে যে দল জিতবে তারাই খেলবে ফাইনালে।

সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালের খুঁটিনাটি জানতে চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে স্বাগতম।

 

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিতাসকিনদুবাইপাকিস্তানবাংলাদেশ-পাকিস্তানলাইভ ব্লগলিটনশাহিনসালমানসুপার ফোরস্পোর্টস লাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে: রিজওয়ানা হাসান

জানুয়ারি ২০, ২০২৬
মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

কক্সবাজারে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

জানুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশকে যারা অতীতে স্বীকৃতি দেয়নি, তারাই আজ ষড়যন্ত্রে লিপ্ত: মির্জা ফখরুল

জানুয়ারি ২০, ২০২৬

শেষ বলের রোমাঞ্চে রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

জানুয়ারি ২০, ২০২৬

৮ দেশে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত শতভাগ কার্যকর হবে ট্রাম্পের ঘোষণা

জানুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT