কে হবেন ওয়ানডে দলের নতুন অধিনায়ক—জানা যাবে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভার পর। এশিয়া কাপ, বিশ্বকাপ আসরের আগে অধিনায়ক চূড়ান্ত করতে জরুরি সভা ডাকা হয়েছে। বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন অধিনায়ক ঠিক করাই সভার মূল এজেন্ডা।
বিশ্বকাপের বাকি মোটে দুই মাস। সপ্তাহ তিনেক পরই টিম টাইগার্সের এশিয়া কাপ মিশন। তারপর রয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এমন সময় অধিনায়কত্ব থেকে সরে গেছেন তামিম ইকবাল। চোটের সঙ্গে লড়াই করতে থাকা টাইগার ওপেনার খেলবেন না এশিয়া কাপে।
সব ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তামিম বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন।
গুঞ্জন রয়েছে টি-টুয়েন্টি, টেস্টের পর ওয়ানডে নেতৃত্বও ফিরে পেতেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকেই ‘প্রথম পছন্দ’ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। রাজি হলে সাকিবকে দেখা যেতে পারে তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে।
বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও সাকিবের পক্ষেই ভোট দিচ্ছেন। বড় আসরে বড় ক্রিকেটার, বিশ্বতারকাকেই নেতৃত্বে দেখতে চান তারা।
অধিনায়ক চূড়ান্ত না করে এশিয়া কাপ ও বিশ্বকাপের দল চূড়ান্ত করতে পারছে না বিসিবি। দল নির্বাচনে অধিনায়কের মতামত সবসময়ই গুরুত্ব বহন করে।
এদিকে মিরপুরে মঙ্গলবার থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। ব্যাট-বলের প্রস্তুতি শুরু হওয়ার আগে ক্যাম্পের দলটা ছোট হয়ে আসার কথা। সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আজই। ২১-২২ জনের একটা তালিকা চূড়ান্ত করতে পারে বিসিবি। এটিও ঝুলে আছে অধিনায়ক এখনও ঠিক না হওয়ায়।
টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন মঙ্গলবার। বুধবার থেকে ক্যাম্প পরিচালনা করবেন তিনি।
বিজ্ঞাপন