এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফ্লাডলাইটে সমস্যা ও দুদফা বৃষ্টিতে সিলেটে শেষ হয়নি বাংলাদেশের ইনিংসই। দ্বিতীয় দফায় বৃষ্টি নামে যখন, বাংলাদেশ ব্যাটিং করছিল। লম্বাসময় ধরে বৃষ্টি না থামায় শেষে পরিত্যক্ত হয়েছে খেলা। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০তে টি-টুয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি শেষ করল টিম টাইগার্স।
রাত সাড়ে ৮টার পর দ্বিতীয় দফায় বৃষ্টি নামে। এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি ঝরায় পেরিয়ে যায় ম্যাচের নির্ধারিত সময়। পরে সময় বেধে দেয়া হয় ৯টা ৪৮ মিনিট পর্যন্ত। কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এদিন রেকর্ড গড়েছেন লিটন দাস। টি-টুয়েন্টিতে ক্যারিয়ারের ১৪তম ফিফটি করেছেন টাইগার অধিনায়ক। ছাড়িয়ে গেছেন টাইগার কিংবদন্তি সাকিব আল হাসানকে, ১৩টি ফিফটি করেছেন সাকিব।
সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করে টিম টাইগার্স।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তৃতীয় ম্যাচে ৫ পরিবর্তন নিয়ে নামে দল। পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শেখ মেহেদীকে বসিয়ে সুযোগ দেয়া হয় শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
নিয়মিত দুই ওপেনার তামিম ও ইমন না থাকায় বাংলাদেশের ইনিংস শুরু করেন সাইফ হাসান ও লিটন দাস। উদ্বোধনীতে দুজনে ১৯ বলে ৩৯ রান তোলেন। ৩.১ ওভারে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। ৮ বলে ১২ রান করেন তিনি। ৮.২ ওভারে দলীয় ৭৭ রানে তাওহীদ হৃদয় ফেরেন ১৪ বলে ৯ রান করে। তার আগে ৩ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ফিফটি করেন লিটন।
এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে লিটন যোগ করেন আরও ৪৪ রান। ১৪.১ ওভারে দলীয় ১২১ রানে লিটন ফিরে গেলে জুটি ভাঙে। ৬ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৩ রান করেন। দুবল পরই শামীম ফেরেন ১৯ বলে ২১ রান করে।
এরপর জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহান মিলে যোগ করেন ৪২ রান। পরে বৃষ্টিতে বন্ধ হয় খেলা।
ডাচ বোলারদের মধ্যে কাইল ক্লেইন ৩ উইকেট নেন। টিম প্রিঙ্গেল নেন ১ উইকেট।








