এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংল্যান্ড এন্ড ওয়েলসে গড়াবে মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ, প্রতিযোগিতাটির মূলপর্বে জায়গা করে নিতে বাংলাদেশকে নামতে হবে বাছাইপর্বের পরীক্ষায়। আগামী ১৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি নেপালে হবে বাছাই খেলা। দুই গ্রুপে ভাগ হয়ে ১০ দল অংশ নেবে। বুধবার আইসিসি প্রকাশ করেছে সূচি। বাছাই থেকে ৪ দল যাবে মূলপর্বে।
নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা বাছাইয়ে ‘এ’ গ্রুপে পড়েছেন। টিম টাইগ্রেসের গ্রুপ সঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও নেপাল। বাছাইয়ের সব ম্যাচ হবে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড ও আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে।
১৪ ও ১৬ জানুয়ারি নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের সঙ্গে দুটি গা-গরমের ম্যাচ খেলবেন বাংলাদেশের মেয়েরা। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় গ্রাউন্ডে সকাল ৯টা ১৫ মিনিটে ডাচদের মুখোমুখি হবে লাল-সবুজ দল এবং পরেরটি গড়াবে দুপুর ১টা ১৫ মিনিটে, আপার মুলপানি গ্রাউন্ডে।
১৮ জানুয়ারী থেকে শুরু হবে মূলপর্ব। প্রথমদিনের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০, ২২ ও ২৪ জানুয়ারি যথাক্রমে পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে লড়বে টিম টাইগ্রেস।
এক নজরের বাংলাদেশের ম্যাচের সূচি
বাংলাদেশ-নেদারল্যান্ডস (১৪ জানুয়ারি, ত্রিভুবন সকাল ৯.১৫ মিনিট)
বাংলাদেশ-থাইল্যান্ড (১৬ জানুয়ারি, আপার মুলপানি, দুপুর ১.১৫ মিনিট)
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র (১৮ জানুয়ারি, আপার মুলপানি, সকাল ৯.১৫ মিনিট)
বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (২০ জানুয়ারি, ত্রিভুবন, সকাল ৯.১৫ মিনিট)
বাংলাদেশ-নামিবিয়া (২২ জানুয়ারি, ত্রিভুবন, দুপুর ১.১৫ মিনিট)
বাংলাদেশ-আয়ারল্যান্ড (২৪ জানুয়ারি, আপার মুলপানি, দুপুর ১.১৫ মিনিট)








