এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিফার দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের সরকার বিরোধী বিক্ষোভের আগে প্রথম ম্যাচ খেলা হলেও দ্বিতীয় ম্যাচ বাতিল হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে খেলোয়াড়দের দেশে ফেরার কথা ছিল। তবে সেটি আপাতত হচ্ছে না, সিদ্ধান্ত বদলেছে বাফুফে।
দুপুর আড়াইটার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।’
এরআগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছিল, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল নির্ধারিত সময়ের একদিন আগে আজ বিকেল ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে করে দেশে ফিরবে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সোমবার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ‘আমরা নেপালের সাথে কথা বলেছি, আনফার (অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন) সঙ্গে কথা বলেছি। ওরা ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে, আমরা বাংলাদেশ দূতাবাসকেও জানিয়েছি। আশা করি সব ঠিকঠাকভাবেই হবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই রওনা হবে, সবকিছু বিবেচনা করে আমরা.. বাংলাদেশ দলের নিরাপত্তা আমাদের কাছে মূল প্রায়োরিটি।’
জামাল-তারিক কাজীদের ফেরানো নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম চ্যানেল আই অনলাইনকে সোমবার জানিয়েছিলেন, ‘মঙ্গলবার যে ফ্লাইটটি অ্যাভেইলেবল থাকবে, ওই ফ্লাইটেই খেলোয়াড়দের দেশে নিয়ে আসবো আমরা। বিষয়টা নিয়ে কাজ করছি আমরা, ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবে ওরা।’
উল্লেখ্য, গত শুক্রবার দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়। এর সাথে যোগ হয় সরকারের দুর্নীতির বিপক্ষে শিক্ষার্থীদের ক্ষোভ। সোমবার দেশটির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।








