পাকিস্তান মেয়েদের বিপক্ষে চট্টগ্রামে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন নাহিদা আখতার। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন বাঁহাতি টাইগ্রেস স্পিনার। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ৮২ রানে অলআউট করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
টি-টুয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের আগের রেকর্ডটিও ছিল ২৩ বর্ষী নাহিদার দখলে। ২০২২ সালে জানুয়ারিতে কুয়ালালামপুরে কেনিয়ার মেয়েদের বিপক্ষে ৩.৪ ওভার বল করে একটি মেডেনসহ ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার।
প্রায় দুবছর পর আবারও রেকর্ড নতুন করে গড়লেন নাহিদ। চট্টগ্রামে ৩.৪ ওভার বল করে একটি মেডেনসহ ৮ রানে ৫ উইকেট নিলেন। বাংলাদেশের সেরা নিজের রেকর্ড নিজেই ভাঙলেন।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রান আসে টপঅর্ডারের বিসমাহ মারুফের থেকে। ওপেনার মুনিবা আলী ১৬ এবং নাতালিয়া পারভেজ ১৫ রান করেন। অধিনায়ক নিদা দ্বার করেন ১৪ রান।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন, রাবেয়া খান এবং স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।








