মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্সে থাইল্যান্ডের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন জুরাইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। তাদের শতরানের জুটিতে ভর করে বড় লক্ষ্য দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। পরে ৩৯ রানের জয় তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন মালয়েশিয়া অধিনায়ক নারুয়েমল চাইওয়াই। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমেছে থাইল্যান্ড ইনিংস।
বাংলাদেশের সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ৪২ বলের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কার মার। ওপেনার জুরাইরিয়া খেলেন ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস। ৪৫ বল খেলে ৩টি চার ও ৪টি ছক্কা মারেন।
ব্যাটিংয়ের শুরুতে দলের খাতায় কোন রান যোগ করার আগে বিদায় নেন ওপেনার দিলারা আক্তার। দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা। এরপর জুরাইরিয়া ও মোস্তারি শতরানের জুটি গড়েন। বড় জুটি ভাঙার পর স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন ব্যাটে দাঁড়াতে পারেননি।
মালয়েশিয়ার থিপাচা পুথাওং ৩টি এবং ওন্নিচা ২টি উইকেট নেন। ফানিথা মায়া নেন একটি উইকেট।
জবাবে নেমে থাইল্যান্ডের তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওপেনার নাত্থাকান চান্থাম সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক নারুয়েমল চাইওয়াই। তৃতীয় সর্বোচ্চ ২৯ রান করেন নান্নাপাত কোনচারোয়েনকাই।
বাংলাদেশের পেসার মারুফা আক্তার নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন রিতু মনি ও স্বর্ণা আক্তার। একটি উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।







