এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অতিরিক্ত সময়ের গোলে মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। অগ্রহায়ণের রাতে কিংস অ্যারেনায় দেশের ফুটবলপ্রেমিরা পেলেন উৎসবের উপলক্ষ। ড্রয়ের দিকে ধাবিত হওয়া ম্যাচে শেষ হাসি বাংলাদেশের, ২-১ গোলের জয়ে। এতে আগের ম্যাচ হারের প্রতিশোধ নিল স্বাগতিকরা।
ফিফা র্যাঙ্কিংয়ে মালদ্বীপের অবস্থান ১৬৩, বাংলাদেশের ১৮৫। বাংলাদেশের মাঠের খেলায় মালদ্বীপের বিপক্ষে সেই পার্থক্য খুব একটা বোঝা যায়নি। শুরু থেকেই খেলায় বাংলাদেশের প্রাধান্য থাকলেও শুরুতে গোল হজম করে বাংলাদেশ। পরে ঘুরে দাঁড়ায় তারা। এ জয়ে ফিফার দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজ ১-১ এ ড্র করেছে বাংলাদেশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে আলী ফাসিরের গোলে ১-০ গোলে জয় পায় মালদ্বীপ। দ্বিতীয় ম্যাচেও গোল করেন আলী ফাসির। তবে এবার জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন মুজিবুর রহমান জনি। দ্বিতীয় গোল করেন পাপন সিং। বাংলাদেশের জার্সিতে এটা পাপনের অভিষেক গোল।
বাংলাদেশের সিরিজে সমতায় ফেরার ম্যাচে মাঠে নেমে শুরু থেকেই ঝলক দেখান দলের মিডফিল্ডার ও ফরোয়ার্ডরা। তবে ডিফেন্ডার তারিক কাজী ও বিশ্বনাথ ঘোষের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার অনুপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
২৩ মিনিটে মালদ্বীপের আলী ফাসির গোল করে সফরকারীদের এগিয়ে দেন। কোনোভাবেই সফল না হওয়া বাংলাদেশ সমতায় ফেরে বিরতির দুই মিনিট আগে জনির দুর্দান্ত গোলে। কিংস অ্যারেনায় কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের হতাশ হতে হয়নি।
বিরতি থেকে ফিরে অলআউট ফুটবল খেলার চেষ্টায় প্রথম সুযোগ তৈরি করে করেন রাকিব। বাঁপায়ের জোরালো শট ঠেকিয়ে দেন হোসাইন শরীফ। পরে মালদ্বীপের সুযোগে বাঁধা হয়ে দাঁড়ান মিতুল মারমা। বাংলাদেশের মূল আক্রমণের দায়িত্বটা পালন করছেন ফরোয়ার্ড রাকিব।
ফরোয়ার্ড শেখ মোরসালিনের পরিবর্তে ৭৭ মিনিটে মাঠে নেমে ঝলক দেখান অনূর্ধ্ব ২০ সাফজয়ী পিয়াস আহমেদ নোভা। দুটি সুযোগ পেলেও ঠিকঠাক হয়নি ফিনিশিংটা। শেষ ১০ মিনিটে মালদ্বীপকে চেপে ধরে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয় এ ফরোয়ার্ড থেকে।
৮৪ মিনিটে ওয়ান টু ওয়ান সুযোগ হাতছাড়া করেন নোভা। ম্যাচের সবচেয়ে সুবর্ণ সুযোগ ছিল সেটি। ৮৮ মিনিটে হেডে গোল করার চেষ্টায় ছিলেন তপু বর্মণ, গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায় বল। এরপর যোগ করা অতিরিক্ত সময়ে পাপন সিং ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।








