এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বছর শেষের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। সেখান থেকে আয় এবং অন্য অনেক ব্যাপারে তথ্য জানানো হয়েছে। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সভা শেষে হরেক তথ্য জানান।
আমিরুল ইসলাম জানালেন, ‘বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির অনুমতিক্রমে প্রথমে মোনাজাতের মাধ্যমে অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এরপর ভারতকে হারানোয় জাতীয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানানো হয়েছে।’
বাংলাদেশের মাটিতে সিঙ্গাপুর, হংকং চায়না এবং ভারতের বিপক্ষে ম্যাচের আয় তুলে ধরেন তিনি। জানালেন, ‘সিঙ্গাপুর, হংকং চায়না এবং ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মোট ৪ কোটি ৫ লাখ ৭,৮৭৪ টাকা আয় হয়েছে।’
‘আগামী ২০ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-১৫ জাতীয় লিগের খেলা শুরু হবে। খেলা হবে নোয়াখালীতে। আন্তর্জাতিক ম্যাচের জন্য সিলেট স্টেডিয়ামকে বাছাই এবং ফিফার সাহায্যে প্রস্তুত করার সিদ্ধান্তও নিয়েছে বাফুফে কমিটি।’ যোগ করে আমিরুল ইসলাম।
আরও বলেন, ‘জানুয়ারি থেকে ছেলে এবং মেয়ে উভয় দলের ফুটসাল শুরু হবে। টেকনিক্যাল কমিটির জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে পাওয়া যাবতীয় সহযোগিতা এবং চীনে অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ফলাফলের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়েছে।’








