বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিতে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিএমইএ’র আয়োজনে ‘মেইড ইন বাংলাদেশ উইক’ এর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, সব পরিসংখ্যানে বাংলাদেশই এখন বিনিয়োগের জন্য সব চেয়ে ভালো জায়গা। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমশক্তি গড়ে তোলার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।