আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যোগদান করেন। এসময় বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন।
আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, বাংলাদেশ আমাদের অনেক দিনের বন্ধু। স্বাধীনতার পর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই দেশের সুসম্পর্ক স্থাপনে বড় ভূমিকা রেখেছেন, একই ভাবে তার সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বন্ধুত্ব বজায় রেখেছেন।
তিনি বলেন, শুধু নির্মাণই নয়, রূপপুর প্রকল্পের পুরোটা সময় কারিগরি ও প্রজুক্তিগত সহায়তায় পাশে থাকবে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রে প্রথম ইউনিট ২০২৪ সালে এবং ২য় ইউনিট ২০২৬ সালে চালু হবে বলে আশা করছি। এই বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ মেটাতে সক্ষম হবে।
ঈশ্বরদীর প্ল্যান্ট সাইটে অনুষ্ঠিত একটি আয়োজনে এই জ্বালানি হস্তান্তর করা হয়। রাশিয়ার পক্ষে ইউরেনিয়াম হস্তান্তর করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। বাংলাদেশের পক্ষে ইউরেনিয়াম গ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।







