চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের পথে বাধা বৃষ্টি

ইনিংসের শেষ ৪ বলে ৯ রান করলেই টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডে নাম লেখাত বাংলাদেশ। সেই পথে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায়। 

ইনিংসের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ব্যাটিংয়ে নামতে হবে না বাংলাদেশকে। বৃষ্টি থামলে ডাকওয়ার্থ ও লুইস (ডিএল) মেথড অনুযায়ী লক্ষ্য তাড়ায় নামবে আয়ারল্যান্ড।

Bkash July

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান। ২০১৮ সালে কলম্বোয় নিধাস ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার ২১৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সেটি টপকে যাওয়ার সম্ভাবনায় বাধা এখন প্রকৃতি।

লিটন দাস ও রনি তালুকদার শুরুতে যেভাবে রান তুলছিলেন, সেই ধারা অব্যাহত থাকলে বৃষ্টির আগেই স্বাগতিকদের স্কোর চূড়া ছুঁতে পারত।

Reneta June

ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ৬ ওভারেই স্বাগতিকরা তুলে ফেলে ৮১ রান। পাওয়ার প্লে’তে আগের সর্বোচ্চ ৭৪ রান টপকে রেকর্ড গড়ে বাংলাদেশ।

লিটন-রনি ওপেনিং জুটিতে তোলেন ৭.১ ওভারে ৯১ রান। দলীয় সংগ্রহ একশ ছোঁয়ার আগে ২৩ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৭ রান করে ফেরেন লিটন। ২৪ বলে ফিফটি পূর্ণ করেন রনি।

১৩ বলে ১৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। দলীয় দেড়শ পেরোনোর পর রনি বোল্ড হন গ্রাহাম হিউমের বলে। ডানহাতি ওপেনার ৩৮ বলে করেন ৬৭ রান। ৭টি চার ও ৩টি ছয়ে সাজান ইনিংস।

চার নম্বরে নেমে শামীম হোসেন পাটোয়ারি ২০ বলে করেন ৩০ রান। ৮ বলে ১৩ রান করে ফেরেন তাওহিদ হৃদয়। সাকিব আল হাসান ১৩ বলে ২০ ও মেহেদী হাসান মিরাজ ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

Labaid
BSH
Bellow Post-Green View