চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রোববার আসছে আয়ারল্যান্ড

KSRM

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলতে রোববার বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। সকাল ৮টায় ঢাকায় পৌঁছে ১১টার ফ্লাইটে তারা চলে যাবে ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি চলার মাঝেই আসছে আইরিশরা। ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এর আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি।

Bkash July

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ ,২০ ও ২৩ মার্চ হবে ম্যাচ তিনটি।

ওয়ানডে সিরিজ শেষে দুই চলে যাবে চট্টগ্রামে। ২৭ মার্চ বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টুয়েন্টি। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ।

Reneta June

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হবে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View