কানপুর টেস্ট শেষের পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে স্বাগতিক দলটি।
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টুয়েন্টিতে লড়বে দুদল। ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। তার আগে শনিবার দল ঘোষণা করেছে স্বাগিতক দল।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলে পরিবর্তন এসেছে ব্শে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন অনেকেই। তাদের মধ্যে আছেন রিশভ পান্ট, শুভমান গিল, যশ্বী জয়সওয়াল, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজের মত তারকা ক্রিকেটাররা। ফিরেছেন অভিষেক শর্মা ও নিতিশ কুমার রেড্ডি।
বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শ্বদীপ সিং, হারসিত রানা, মায়াঙ্ক যাদব।







