এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারত-সাউথ আফ্রিকা সেমিফাইনালে হারিয়েছে দুই বিশ্বচ্যাম্পিয়নকে। ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে, প্রোটিয়ারা ইংল্যান্ডকে। এবার নজর শিরোপামঞ্চে। ট্রফি যাদের হাতেই উঠুক নতুন বিশ্বচ্যাম্পিয়নের দেখা মিলবে। সঙ্গে নতুন এক রেকর্ডও গড়বে চ্যাম্পিয়ন দল। ছেলেদের ওয়ানডে বিশ্বকাপজয়ীদের চেয়েও বেশি অর্থ পাবে মেয়েদের চ্যাম্পিয়ন দলটি।
ভারতের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোববার স্বাগতিক মেয়েদের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু লড়াই। ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম, ফাইনালে তাই মাঠের ক্রিকেটের সঙ্গে দর্শকদের বিপক্ষেও লড়তে হবে প্রোটিয়াদের। গ্যালারি ভর্তি থাকবে নীলের মিছিলে।
গত আগস্টে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যা গত আসরের ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের চেয়ে বেশি জানিয়েছিল।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আগের আসরের চেয়ে প্রাইজমানি বেড়েছে চারগুণ। ৮ দলের আসরে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৫২ কোটি টাকার বেশি। ২০২২ সালে নিউজিল্যান্ডে আগের আসরের ৩৫ লাখ ডলার (৩৮.৫ কোটি টাকা) থেকে ২৯৭ শতাংশ বেশি।
ভারতে ১০ দলের ২০২৩ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১০ কোটি টাকা।
এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি থাকছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গতবারের চেয়ে অঙ্কটা ২৩৯ শতাংশ বেশি। মেয়েদের গত বিশ্বকাপের বিজয়ী অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
২০২৩ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪০ লাখ মার্কিন ডলার। এবার তাদের চেয়ে ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বেশি পাবেন মেয়েদের বিজয়ীরা। এবারের রানার্সআপ দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। গতবারের চেয়ে যা ২৭৩ শতাংশ বেশি। গতআসরের রানার্সআপ ইংল্যান্ডের প্রাপ্তি ছিল ৬ লাখ ডলার।
সেমিফাইনাল থেকে বিদায় নেয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রাইজমানি ১১ লাখ ২০ হাজার ডলার। আগের আসরে যা ছিল ৩ লাখ ডলার। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল এবার পাবে ৭ লাখ ডলার করে, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে। গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্য অর্থ পুরস্কার থাকছে ৩৪ হাজার ৩১৪ ডলার। কোন ম্যাচ জিতেতে না পারলেও শুধু অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে আড়াই লাখ ডলার করে।
সেই হিসেবে বাংলাদেশ দল পাচ্ছে বড় অঙ্কের অর্থ। পাকিস্তানের মেয়েদের সঙ্গে এক ম্যাচ জয়ে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে ২ লাখ ৮০ হাজার ডলারের সঙ্গে এক জয়ের জন্য আরও ৩৪ হাজার ৩১৪ ডলার পাবে টিম টাইগার্স। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি।







