
রোহিত শর্মা চোটের কারণে ছিটকে যাওয়ায় পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগালেন ঈশান কিষাণ। গড়লেন ইতিহাস। ওয়ানডেতে পাওয়া প্রথম সেঞ্চুরি টেনে নিলেন ডাবলে, সেটিও মাত্র ১২৬ বলে।
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ২০০ পূর্ণ করেছিলেন ১৩৮ বলে। সেই রেকর্ড ঈশান ভাঙলেন চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে। ২৩ চার ও ৯ ছক্কার ইনিংস সাজিয়ে।
চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ঈশানের আগ্রাসী ব্যাটিং ভারতকে নিয়ে যাচ্ছে চারশর দিকে। ১ রানে জীবন পাওয়া বিরাট কোহলি সেঞ্চুরির পথে রয়েছেন।