মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ এর এবারের আসর বসবে নেপালে। বুধবার রওনা হবে বাংলাদেশ, মঙ্গলবার দল জানিয়েছে বাফুফে। প্রধান কোচের দায়িত্বে থাকবেন পিটার জেমস বাটলার। সহকারীর ভূমিকায় থাকবেন মাহবুবুর রহমান লিটু।
৩১ জানুয়ারি বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে। সব খেলায় হবে পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে।
মোট চার দল অংশ নেবে। বাংলাদেশ ছাড়া বাকি তিন- স্বাগতিক নেপাল, ভারত ও ভুটান। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। তিন ম্যাচ শেষে টেবিলে শীর্ষে থাকা দুদল নিয়ে হবে ফাইনাল।
সাফ অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দল
ইয়ারজান বেগম, সুরভি আক্তার আরফিন, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস অর্পিতা, প্রতিমা মুন্ডা, সুরভী রানী, মুনকি আক্তার, ক্রানুচিং মারমা, শ্রী মতি তৃষ্ণা রানী, আল্পি আক্তার, মামনি চাকমা, শান্তি মার্ডি, বন্যা খাতুন, রুপা আক্তার, পূর্ণিমা মারমা, মমিতা খাতুন, থুইনুয়ে মারমা, অয়ন্তো বালা মাহাতো, পূজা দাস, সৌরভি আকন্দ প্রীতি, মিরা খাতুন, মেঘলা রানী রায়, ঈশিতা ত্রিপুরা।








