ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে হার দেখেছে বাংলাদেশ। বোলাররা ভালো করলেও সাইফ হাসান ছাড়া ব্যাটে কেউ আলো ছড়াতে পারেনি। ৪১ রানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। তাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনালে। টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কা বাদ পড়েছে সেমির দৌড় থেকে। বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে যে দল জিতবে তারাই খেলবে ফাইনালে। বাংলাদেশ-ভারত ম্যাচের সকল খুঁটিনাটি দেখে নিন চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে….
০০.০৫
ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে ৪১ রানে হার দেখেছে টিম টাইগার্স
ভারতের কাছে হেরে এখন পাকিস্তান ম্যাচ ‘সেমিফাইনাল’ বাংলাদেশের
০০.০৩
বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে ভারত
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ফিল্ডিং)
ভারত-১৬৮/৬ (২০)
অভিষেক-৭৫ (৩৭), হার্দিক পান্ডিয়া-৩৮ (২৯), গিল-২৯ (১৯)
রিশাদ-২/২৭, তানজিম-১/২৯, মোস্তাফিজ-১/৩৩, সাইফউদ্দিন-১/৩৭
বাংলাদেশ-১২৭/১০ (১৯.৩)
সাইফ-৬৯ (৫১), ইমন-২১ (১৯)
কুলদীপ-৩/১৮, বুমরাহ-২/১৮, বরুণ-২/২৯
২৩.৫২
সাইফ ফিরলেন ৬৯ রান করে
শেষদিকে ৩ বার জীবন পান সাইফ। তবে ১৭.২ ওভারে বুমরাহর বলে বাউন্ডারি লাইনে প্যাটেলের হাতে ধরা পড়েন। ৩ চার ও ৫ ছক্কায় ৫১ বলে ৬৯ রান করেন।
২৩.৪৫
রিশাদ ও তানজিমকে ফেরালেন কুলদীপ
১৭তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট হারাল বাংলাদেশ। কুলদীপ যাদবের বলে তিলকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রিশাদ। পরের তানজিম বোল্ড হয়ে ফেরেন।
২৩.৪২
এবার সাইফের ক্যাচ ছাড়লেন স্যামসন
বরুণ চক্রবর্তীর ওভারে আরও একবার জীবন পেলেন সাইফ হাসান। ৬৬ রানে দ্বিতীয়বার জীবন পেলেন সাইফ।
২৩.৪০
সাইফউদ্দীনকে ফেরালেন বরুণ
আগের বলেই সাইফের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন দুবে। পরের বলে সাইফউদ্দিন ফিরলে তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে। ৭ বলে ৪ রান করেন।
২৩.৩৮
জীবন পেলেন সাইফ
১৫.১ ওভারে বরুণ চক্রবর্তীর বলে উড়িয়ে মারেন সাইফ হাসান। ডিপ স্কয়ার লেগে বল তালুবন্দি করতে ব্যর্থ হন শিভম দুবে। ৬৫ রানে জীবন পেলেন সাইফ।
২৩.৩৪
১০০ পেরিয়ে বাংলাদেশ
১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০২ রান। সাইফ ৬৩ রানে এবং সাইফউদ্দিন ১ রানে ব্যাট করছেন।
২৩.৩১
সাইফের ফিফটি
শ্রীলঙ্কা ম্যাচেও ফিফটি করেছিলেন সাইফ হাসান। ভারতের বিপক্ষেও ধারাবাহিক তিনি। ১৩.১ ওভারে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করলেন সাইফ। টাইগার ব্যাটারের তৃতীয় টি-টুয়েন্টি ফিফটি এটি। ৩৬ বলে ফিফটি করা ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কার মার।
২৩.২৯
জাকের ফিরলেন রানআউট হয়ে
৮৭ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ। ১২.৩ ওভারে রানআউট হয়ে গেলেন ভারত ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া জাকের। ৫ বলে ৪ রান করেন।
২৩.২৫
বোল্ড হয়ে ফিরলেন শামীম
১০.৪ ওভারে বরুণ চক্রবর্তীর স্পিনে বোল্ড হয়েছেন শামীম হোসেন। পরপর দুই ওভারে উইকেট হারাল বাংলাদেশ।
২৩.১৬
হৃদয় ফিরলেন
দশম ওভারের চতুর্থ বলে অক্ষর প্যাটেলের বলে অভিষেক শর্মার ক্যাচ হয়ে হৃদয় আউট হলেন। ১০ বলে ৭ রান করেন। ৬৫ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।
২৩.০৯
বাংলাদেশের ৫০
৭.১ ওভারে দলীয় ৫০ রান পূর্ণ করেছে বাংলাদেশ।
২৩.০৩
ইমনকে ফেরালেন কুলদীপ
৬.২ ওভারে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। কুলদীপের বলে ডিপ মিড উইকেটে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন ইমন। ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২১ রান করেন।
২৩.০১
পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ-৪৪/১
ইমন ১৯ রানে এবং সাইফ ১৯ রানে ব্যাট করছেন।
২২.৩৬
উইকেট বিলিয়ে আসলেন তানজিদ
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জাসপ্রীত বুমরাহর বল উপরে তুলে দিলেন তানজিদ তামিম। মিডঅনে শিভম দুবে বল তালুবন্দি করেন। ৪ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। তানজিদ ফিরলেন ১ রানে।
২২.২৩
দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার বোলাররা
২২.১২
বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ফিল্ডিং)
ভারত-১৬৮/৬ (২০)
অভিষেক-৭৫ (৩৭), হার্দিক পান্ডিয়া-৩৮ (২৯), গিল-২৯ (১৯)
রিশাদ-২/২৭, তানজিম-১/২৯, মোস্তাফিজ-১/৩৩, সাইফউদ্দিন-১/৩৭
২২.১০
শেষ বলে পান্ডিয়াকে ফেরালেন সাইফউদ্দীন, ভারত থামল ১৬৮ রানে
ইনিংসের শেষ বলে হার্দিক পান্ডিয়াকে ফেরালেন সাইফউদ্দিন। লংঅফে তানজিদের হাতে ধরা পড়েন। ৪টি চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৮ রান করেন পান্ডিয়া। ভারতের ইনিংস থেমেছে ৬ উইকেটে ১৬৮ রানে।
২১.৫৩
রিভিউ নষ্ট বাংলাদেশের
অক্ষর প্যাটেলের ব্যাটের পাশ দিয়ে বল যায় জাকেরের গ্লাভসে। আবেদন করে বাংলাদেশ দল, আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয়। পরে দেখা যায় বল লাগেনি ব্যাটে।
২১.৪৩
তিলক ভার্মাকে ফেরালেন তানজিম
১৫তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দিলেন তানজিম সাকিব। টাইগার পেসারের বলে ডিপ মিডউইকেট সাইফ হাসানের হাতে ধরা পড়েন ভারত ব্যাটার। ৭ বলে ৫ রান করেন। ১২৯ রানে পঞ্চম উইকেট হারাল ভারত।
২১.৩৫
সাকিবকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে সাকিবের এই রেকর্ডে ভাগ বসিয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারত ম্যাচে একটি উইকেট ফেলেই সাকিব ছাড়িয়ে যাওয়ার সুযোগ সামনে রেখে নামেন। নিজের দ্বিতীয় ওভারে সূর্যকুমারকে আউট করে সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজ। ১১৭তম ইনিংসে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের মাইলফলক গড়লেন ফিজ। এর আগে ১২৯ ম্যাচে ১২৬ ইনিংস বল করে ১৪৯ উইকেট নিয়ে বাংলাদেশ সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন সাকিব আল হাসান।
বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টুয়েন্টিতে ১৫০ উইকেটে মাইলফলকে পৌঁছেছেন মোস্তাফিজ। তার আগে এই মাইলফলকে পৌঁছেছেন কেবল রশিদ খান (১৭৩), টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৫০)
২১.৩৩
সূর্যকুমারকে ফেরালেন মোস্তাফিজ
১২তম ওভারের শেষ বলে সূর্যকুমারকে ফেরালেন মোস্তাফিজ। টাইগার পেসারের বল ভারত অধিনায়কের ব্যাটে এজ হয়ে যায় জাকেরের গ্লাভসে। আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা ক্লিয়ার স্পাইক দেখা যায়। ১১ বলে ৫ রানে ফিরলেন সূর্যকুমার।
২১.২৮
রানআউটে থামল অভিষেক ঝড়
১১.১ ওভারে থামল অভিষেক ঝড়। মোস্তাফিজের অফকাটারে ব্যাকওয়ার্ড পয়েন্টে দারুণ ফিল্ডিং করেন রিশাদ। দ্রুতই মোস্তাফিজের কাছে বল পাঠালে স্টাম্প ভাঙতে ভুল করেননি টাইগার পেসার। রানআউট হয়ে থামলেন অভিষেক। ৬ চার ও ৫ ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন অভিষেক।
২১.২১
১০০ পেরিয়ে ভারত
১১তম ওভারের প্রথম বলে সাইফউদ্দিনকে ছক্কা হাঁকিয়ে দলীয় শতরান পূর্ণ করেন অভিষেক।
২১.১৮
১০ ওভারে ভারতের ২ উইকেটে ৯৬
৩২ বলে ৬০ রানে অভিষেক এবং ৬ বলে ৩ রানে ব্যাট করছেন সূর্যকুমার।
২১.১১
দুবেকে ফেরালেন রিশাদ
বাংলাদেশ দ্বিতীয় সাফল্য এনে দিলেন রিশাদ। লংঅফে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ফেরান শিভম দুবেকে। ৩ বলে ২ রান করেন দুবে।
২১.০৮
অভিষেকের ফিফটি
তাণ্ডব চালাচ্ছেন অভিষেক শর্মা। ৩ ছক্কা ৫ চারে ২৫ বলে ৫০ রান করেছেন তিনি। ভারত ওপেনারের চতুর্থ ফিফটি এটি।
২১.০৩
গিলকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন রিশাদ
৬.২ ওভারে গিলকে ফেরালেন রিশাদ। টাইগার স্পিনারের বলে লংঅফে বাউন্ডারি লাইনে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন ভারত ওপেনার। ৭৭ রানে উদ্বোধনী জুটি ভাঙল ভারতের।
২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৯ রান করেছেন গিল।
২১.০১
৬ ওভারে ভারতের ৭২
পাওয়ার প্লে’র প্রথম তিন ওভারে বাংলাদেশ বোলাররা কেবল ১৭ রান দিয়েছেন। পরের তিন ওভারে দিয়েছেন ৫৫ রান আদায় করেছেন ভারতের দুই ওপেনার।
ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনের বলে ৪টি বাউন্ডারি আদায় করেছেন অভিষেক।
২০.৫৫
৫ ওভারে ভারতের ৫৫
পঞ্চম ওভারে বলে এসেছেন মোস্তাফিজ। দুই ছক্কায় ওভারে ১৭ রান আদায় করেছেন ভারত ব্যাটাররা। ৫ ওভারে ৫৫ রান তুলেছে ভারত।
২০.৫০
নাসুমের এক ওভারে ২১ রান
চতুর্থ ওভারে নাসুমের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছেন ভারত ব্যাটাররা। দুটি ছক্কা ও ১ চারে এই ওভারে ২১ রান তুলেছেন তারা। ৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩৮/০।
২০.৪২
অভিষেকের ক্যাচ ছেড়ে দিলেন জাকের
২.৩ ওভারে তানজিমের অফস্টাম্পের বাইরের বলে এজ হয়েছিল অভিষেকের। উইকেটরক্ষক জাকের বাঁ-দিকে লাফ দেন। তবে তার গ্লাভস থেকে বেরিয়ে যায় বল।
২০.৪০
১০ নম্বর বলে প্রথম বাউন্ডারি ভারতের
তানজিম প্রথম ওভারে দিয়েছেন ৩ রান। দ্বিতীয় ওভারে নাসুম ৭ রান দিয়েছেন। নাসুমের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে একটি চার মেরেছেন অভিষেক শর্মা।
২০.৩৬
তানজিমে শুরু বাংলাদেশের
তানজিম সাকিবের হাতে বল তুলে দিয়েছেন জাকের আলি। প্রথম ওভারে ৩ রান দিয়েছেন এই পেসার।
২০.১৮
টি-টুয়েন্টিতে বাংলাদেশের ১২তম অধিনায়ক জাকের
২০০৬ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ২০১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ১১ জন অধিনায়কের অধীনে। ২০২তম ম্যাচে ১২তম অধিনায়ক হিসেবে টস করেছেন জাকের।
২০.১১
একাদশে কোনো পরিবর্তন নেই ভারতের
পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশ নিয়েই নামছে ভারত।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দু্বে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
২০.০৭
বাংলাদেশ একাদশ:
তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি অনিক (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
২০.০৫
যে কারণে একাদশে নেই লিটন
অনুশীলনে চোট পেয়েছেন লিটন। বাম পাশে স্ট্রেইন আছে বাংলাদেশ অধিনায়কের। ফলে ভারত ম্যাচে খেলা হচ্ছে না তার। লিটনের পরিবর্তে বাংলাদেশের নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক।
২০.০৩
বাংলাদেশের চার পরিবর্তন, অধিনায়ক জাকের
চোটের কারণে ভারত ম্যাচের একাদশে নেই লিটন দাস। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক।
লিটনের পাশাপাশি আরও তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে বিশ্রাম দেয়া হয়েছে। ফিরেছেন পারভেজ ইমন, রিশাদ হোসেন ও তানজিম সাকিব। চলতি আসরে প্রথমবার একাদশে সুযোগ পেয়েছেন সাইফউদ্দিন।
২০.০২
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সুপার ফোরে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
১৯.৪২
সেঞ্চুরির সামনে তাসকিন
টি-টুয়েন্টিতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১০০তম উইকেট শিকারের সুযোগ তাসকিনের সামনে। ভারত ম্যাচে একটি উইকেট নিলেই মাইলফলকে পৌঁছাবেন তাসকিন। তার আগে এই কীর্তি গড়েছেন সাকিব ও মোস্তাফিজ। দুজনেরই উইকেট সংখ্যা ১৪৯টি।
১৯.৩২
সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মোস্তাফিজের সামনে
টি-টুয়েন্টিতে ১২৯ ম্যাচে ১২৬ ইনিংস বল করে ১৪৯ উইকেট নিয়ে বাংলাদেশ সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন সাকিব আল হাসান। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে সাকিবের এই রেকর্ডে ভাগ বসিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাকে ছাড়িয়ে সুযোগ ভারত ম্যাচে। এক উইকেট নিতে পারলেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের মাইলফলক গড়বেন ফিজ।
১৮.২২
বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচে হাইপ থাকা স্বাভাবিক এবং থাকা উচিত।
১৮.১৮
এশিয়ার অন্যতম এই পরাশক্তি দলের বিপক্ষে খুব বেশি সুযোগও পাবে না বাংলাদেশ দল
১৮.১২
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। পরিসংখ্যানে ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও গত আসরের চ্যাম্পিয়নদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ম্যাচের সকল খুঁটিনাটি জানতে চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে স্বাগতম।








