এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন অভিষেক শর্মা। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সুপার ফোরের লড়াইয়ে ৩৭ বলে ৭৫ রান করে ভারতকে উড়ন্ত শুরু এনে দেন এই ওপেনার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার বোলাররা। শেষ ১০ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে ১৬৮ রানে ভারতকে থামিয়েছে জাকের আলি অনিকের দল।
বুধবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতেকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে সূর্যকুমার যাদবের দল।
উড়ন্ত শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে ৩৮ বলে ৭৭ রান করেন অভিষেক ও শুভমন গিল। ৬.২ ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৯ রান করা গিলকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙনে রিশাদ হোসেন। নবম ওভারের প্রথম বলে রিশাদের হাত ধরে আসে দ্বিতীয় সাফল্য। ৩ বলে ২ রান করা শিভম দুবেকে ফেরান।
১১.১ ওভারে অভিষেক ঝড় থামে রানআউটে। ৬ চার ও ৫ ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন অভিষেক। এরপর সূর্যকুমার যাদবকে ফিরিয়ে অনন্য কীর্তি গড়েন মোস্তাফিজ। ৭ বলে ৫ রান করা ভারত অধিনায়ক আউট হন জাকের গ্লাভসে ক্যাচ দিয়ে। সূর্যকুমারের উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজ। প্রথম বাংলাদেশি বোলার এবং বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান ফিজ।
১৪.৩ ওভারে ১২৯ রানে তানজিম সাকিবের বলে সাইফ হাসানের হাতে ধরা পড়েন তিলক ভার্মা। ৭ বলে ৫ রান করেন। ইনিংসের শেষ বলে হার্দিক পান্ডিয়াকে ফেরান সাইফউদ্দিন, তানজিদের হাতে ধরা পড়েন। ৪টি চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৮ রান করেন পান্ডিয়া। ভারতের ইনিংস থামে ১৬৮ রানে।
বাংলাদেশ বোলারদের মধ্যে রিশাদ ৩ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নেন। মোস্তাফিজ, তানজিম ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।








