টাঙ্গাইল শাড়ি, রংপুরের হাঁড়িভাঙ্গা আম, গোপালগঞ্জের রসগোল্লা, মুক্তাগাছার মান্ডাসহ নতুন ১৪টি পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে বাংলাদেশ। এনিয়ে বাংলাদেশ মোট ৩১টি পণ্যের জিআই সনদ পেল। আরো ৫শ’ পণ্য জিআই সনদের অাবেদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। সনদ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন, এই পণ্যগুলো হাজার বছরের ঐতিহ্য; ইচ্ছে করলেই নকল করা যাবে না।






